টি-টোয়েন্টিতে এশিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে রেকর্ড গড়লেন বাবর আজম। যেখানে পেছনে ফেলেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে। পাকিস্তানের এই অধিনায়ক দ্রুততম ৬০০০ রান সংগ্রহের ইতিহাস গড়লেন।
টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুততম ৬০০০ হাজার রান সংগ্রহের রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইলের। ক্যারিবীয় বিধ্বংসী এই ব্যাটসম্যান ১৬২ ম্যাচে এমন রেকর্ড গড়েন। আর দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১৬৫ ম্যাচ খেলেই গেইলের পরে জায়গা করে নেন বাবর আজম৷
এরপর তৃতীয় দ্রুততম ছয় হাজার রান করেন অস্ট্রেলিয়ার শন মার্স। ১৮০ ম্যাচ খেলে এই রেকর্ড গড়েন তিনি। ১৮৪ ম্যাচে ছয় হাজার রান করে চারে রিবাট কোহলি। ১৯০ ম্যাচ খেলে এই রেকর্ড গড়ে পাঁচে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
গতকাল (১০ এপ্রিল) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এমন রেকর্ড গড়েন বাবর আজম। এই ম্যাচ তার দল জিতে ৪ উইকেটে৷ আর বাবর খেলেন ১৪ বলে ১৪ রানের ইনিংস। তাতেই ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেন, যা এশিয়ার দ্রুততম ব্যাটসম্যান হিসেবে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪