মদের লোগো বর্জন করেই খেলতে নামলেন মঈন আলি

ক্রিকেট দুনিয়া April 11, 2021 1,270
মদের লোগো বর্জন করেই খেলতে নামলেন মঈন আলি

ধর্মপ্রাণ মুসলমান হিসেবেই বেশ জনপ্রিয় মঈন আলি। ইংল্যান্ডের জাতীয় দলে খেলেও সবসময় নিজেকে অ্যা”লকোহল জাতীয় পানীয় পান থেকে বিরত রাখেন। এবার আইপিএলেও মঈন আলিকে দেখা যায় ম”দের লোগে বাদে জার্সিতে।


আইপিএল শুরুর আগে কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে যাওয়া মঈন আলি নাকি নিজের জার্সি থেকে ম”দের বিজ্ঞাপনের লোগো সরানোর অনুরোধ করেন। এমনকি সেই অনুরোধে সাড়া দিয়ে ফ্র্যাঞ্চাইজিটি নাকি তাঁর জার্সি থেকে লোগো সরিয়ে নেয়।


কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস বরাত দিয়ে চেন্নাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কাশী বিশ্বনাথন জানান, ম”দের বিজ্ঞাপন সরানো নিয়ে কোনো অনুরোধই করেননি মঈন আলি। তবে আজ আইপিএলে প্রথম ম্যাচে মঈন আলিকে অবশ্য দেখা যায় সেই ম”দের লোগো ছাড়া জার্সিতেই।


সূত্রঃ স্পোর্টসজোন২৪