আজ মুখোমুখি দিল্লি-চেন্নাই, দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া April 10, 2021 1,572
আজ মুখোমুখি দিল্লি-চেন্নাই, দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

চতুর্দশ আইপিএলের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মুখোমুখি হবে রিশাভ পান্তের দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে আজ রাত আটটায়।


মহেন্দ্র সিং ধোনি ও তাঁর দলের কাছে গতবারের আইপিএল একেবারেই ভালো যায়নি। গোটা আইপিএলেই চেনা ছন্দে পাওয়া যায়নি চেন্নাই সুপার কিংসকে। তারপর নিলামে শক্তিশালী দল গড়া হয়েছে।


দক্ষিণ আফ্রিকার হয়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলে ভারতে দেরিতে আসায় ধোনির দলে প্রথম ম্যাচে পাবে না তারকা পেসার লুঙ্গি এনগিডিকে। তবে দিল্লির চেয়ে অনেক বেশি ভারসাম্য রয়েছে চেন্নাই সুপার কিংস দলে। মঈন আলি ও ফাফ দু’প্লেসিকে ওপেন করতে দেখা যাবে।


প্রথম ম্যাচে সেরা দল নামাতে সমস্যা রয়েছে দিল্লি ক্যাপিটালসের। শ্রেয়াস আইয়ার নেই। অক্ষর প্যাটেল কোভিড আক্রান্ত হয়েছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলে কাগিসো রাবাদা ও অ্যানরিক নর্টজে ৬ এপ্রিল দলের সঙ্গে যোগ দিয়েছেন। ফলে দলের বোলিং আক্রমণের দুই তারকাই এখন কোয়ারান্টিনে আছেন।


সিএসকের সম্ভাব্য একাদশঃ মঈন আলী, রুতুরাজ গায়কোয়াড়, ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, ডোয়েন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, কৃষ্ণপ্পা গৌথাম।


ডিসির সম্ভাব্য একাদশঃ শিখর ধাওয়ান, পৃথ্বী শ, স্টিভ স্মিথ, শিমরন হেটমেয়ার, রিশাভ পন্থ, মার্কাস স্টোইনিস, অমিত মিশ্র, রবিচন্দ্রন অশ্বিন, ক্রিস ওকস, উমেশ যাদব, ইশান্ত শর্মা।


সূত্রঃ স্পোর্টসজোন২৪