ইসলামপুরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মাস্ক বিতরণ

দেশের খবর April 9, 2021 2,762
ইসলামপুরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মাস্ক বিতরণ

বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সাধারণ জনগণের মাঝে আজ মাস্ক বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (৯ এপ্রিল) সকালে ইসলামপুর পৌর শহরের থানা মোড়, রেল স্টেশন, দেনুয়ার মোড়, রেলগেইট সহ শহরের আরও বিভিন্ন জায়গায় মাস্ক বিতরণ করা হয়।


উক্ত মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি লতিফ সরকার,উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক রানা আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নূরে আজাদ ইমরান, সাধারণ সম্পাদক মোঃ আলহাজ্ব মিয়া, সরকারি ইসলামপুর কলেজ ছাত্রলীগের সভাপতি শাওন সরকার, সাধারণ সম্পাদক রাকিব হাসান।


এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার খান, সহ-সভাপতি ইসমাইল হোসেন, সহ-সভাপতি মেহেদী হাসান মিজু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক ছাইউল ইসলাম শোভন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল, সাংগঠনিক সম্পাদক শেখ সাদি রাঙ্গা, দপ্তর সম্পাদক আল-আমীন।


এছাড়াও উপস্থিত ছিলেন সানি, অনিক, ঋত্বিক, অমিত দাস প্রমুখ।