উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে মুম্বাই-ব্যাঙ্গালুরু, দেখে নিন সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া April 9, 2021 1,485
উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে মুম্বাই-ব্যাঙ্গালুরু, দেখে নিন সম্ভাব্য একাদশ

আজ থেকে শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৪ তম আসর। উদ্বোধনী ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের রয়্যাল মুখোমুখি চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার রাত ৮টায়।


সবদিক থেকেই এগিয়ে থাকবেন রোহিতরাই, তবে এই বছর ট্রফি ভাগ্য ফেরাতে মরিয়া কোহলি ব্রিগেড। তাই প্রথম ম্যাচেই অঘটন ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না। রোহিত শর্মা, কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, যশপ্রীত বুমরাদের মুম্বাই ফের একবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামবে।


অপরদিকে ফের একবার বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সের উপরই ভরসা করে থাকবে আরসিবি। গ্লেন ম্যাক্সওয়েলের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এছাড়া বোলারদের মধ্যে কাইল জেমিসন, নবদ্বীপ সাইনি, মোহাম্মদ সিরাজরা আছে কোহলির দলে।


মুম্বাইয়ের একাদশে বিদেশি ক্রিকেটার হিসেবে থাকতে পারেন, কাইরন পোলার্ড, নাথান কাউল্টার নাইল, ট্রেন্ট বোল্ট ও জেমস নিশাম। এছাড়া ব্যাঙ্গালুরুর একাদশে দেখা যেতে পারে এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, কাইল জেমিসন ও ড্যানিয়েল ক্রিশ্চিয়ান।


মুম্বাই ইন্ডিয়ানসের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, ইশান কিশান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, জেমস নিশাম, ক্রুনাল পান্ডিয়া, নাথান কাউল্টার নাইল, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট এবং জাসপ্রিত বুমরাহ।


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি, দেবদূত পাড্ডিকাল, এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ আজহারউদ্দিন, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, ওয়াশিংটন সুন্দর, কাইল জেমিসন, নবদ্বীপ সাইনি, মোহাম্মদ সিরাজ এবং ইয়ুজভেন্দ্র চাহাল।


সূত্রঃ স্পোর্টসজোন২৪