শ্রীলঙ্কার বিপক্ষে দলে ফেরা হচ্ছে না মাহমুদুল্লাহ রিয়াদের

ক্রিকেট দুনিয়া April 9, 2021 1,321
শ্রীলঙ্কার বিপক্ষে দলে ফেরা হচ্ছে না মাহমুদুল্লাহ রিয়াদের

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ টেস্ট দলে ফেরা হচ্ছে না অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের। ইনজুরি থেকে এখনো পুরোপুরি ফিট নন তিনি। এমনই খবর মিলেছে বিভিন্ন সূত্রে। এদিকে, কয়েকদিন পিছিয়ে দেওয়া শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণার দিনক্ষণ। মূলত টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কায় গিয়ে ঘোষণা করবে বিসিবি।


বৃহস্পতিবার (৮ এপ্রিল) শেষ বিকালে হঠাৎ-ই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাঠে এসেই আলোচনা করেছেন ফিজিও'র সাথে। কিন্তু, কি কথা হয়েছে তা জানা যায়নি। তবে, অন্দরমহলের খবর হলো। নিউজিল্যান্ডে ইনজুরিতে পড়া রিয়াদ এখনো পুরোপুরি ফিট নন।


গ্রেড ওয়ান ইনজুরি বয়ে বেড়াচ্ছেন। শ্রীলঙ্কা সিরিজে তার ফেরার জোরালো সম্ভাবনা থাকলেও, ভিন্ন সূত্রে খবর তিনি শ্রীলঙ্কাগামী বাংলাদেশ দলের সাথে যাচ্ছেন না মাহমুদুল্লাহ রিয়াদ।


সাকিবের পর মাহমুদুল্লাহকেও দলে না পাওয়া লঙ্কান সফরের আগে আরো একটি ধাক্কা বাংলাদেশের জন্য। জটিলতা আরো আছে। শ্রীলঙ্কা সফরের জন্য এদিন বাংলাদেশের দল ঘোষণা করার কথা থাকলেও, তা আপাতত কয়েকদিনের জন্য স্থগিত করেছে ক্রিকেট বোর্ড।


কারণ, লঙ্কায় প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কাউকে দেবে না এসএলসি। ২১ এপ্রিল দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের আগে ১৭ ও ১৮ এপ্রিল নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। সে জন্য ১৮ জন্যের দলকে ২১ জনের নেয়ার পরিকল্পনা নির্বাচকদের।


সূত্রঃ সময় টিভি অনলাইন