সাকিব এই যুগের সেরা অলরাউন্ডারঃ দিনেশ কার্তিক

ক্রিকেট দুনিয়া April 8, 2021 1,001
সাকিব এই যুগের সেরা অলরাউন্ডারঃ দিনেশ কার্তিক

সাকিবকে যখন নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছিল তারা সাকিবকে স্বাগত জানিয়ে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিল, ‘ঘরের ছেলে ঘরে ফিরেছে’। এ কথাতেই বুঝা যায় সাকিবকে পেয়ে কতটা উচ্ছসিত কলকাতা।


সেই কথা আরেকবার জানালানের নাইটদের সহ অধিনায়ক দিনেশ কার্তিক। সাকিবকে পেয়ে আনন্দের সাথে সাকিবকে আখ্যা দিলেন যুগের অন্যতম সেরা অলরাউন্ডারের।


গতকাল বুধবার (৭ এপ্রিল) ইন্সটাগ্রামে ভক্তদের প্রশ্নের উত্তর দেন দীনেশ কার্তিক। সেখানে সাকিব প্রসঙ্গ উঠে আসলে তাকে বর্তমান যুগের সেরা অলরাউন্ডারের একজন দাবি করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।


দিনেশ কার্তিকের মতে, অসাধারণ অল রাউন্ডার। খুব সম্ভবত বর্তমান যুগের সেরাদের একজন সাকিব। টূইটারেও ভক্তদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কার্তিক। সেখানে এক সমর্থক প্রশ্ন করেছিলেন, পুরনো ক্রিকেটারদের মধ্যে কাকে দলে ফিরে পেয়ে রোমাঞ্চিত কেকেআর? সেখানেও কার্তিকও উত্তর দিয়ে দেন- সাকিব।


কেকেআর সহ অধিনায়ক দিনেশ কার্তিক বলেন, সাকিবকে দলে ফিরে পেয়ে আনন্দিত আমরা। সে আমাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় নিয়োগ ছিল (পুরনো ক্রিকেটারদের মধ্যে)। সে আগেও কেকেআরের হয়ে খেলেছে। তাই তাকে দলে ফিরে পেয়ে উচ্ছ্বাসিত আমরা।


সূত্রঃ অনলাইন