নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পরও বিশ্বকাপ সুপার লিগে ভারত-পাকিস্তানের ওপরে ছিল বাংলাদেশ। তবে এবার টাইগারদের বেশ পেছনে ফেলে দিয়েছে পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকার মাটিতে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাবর আজমের দল। তাতে বিশ্বকাপ সুপার লিগে এক লাফে দুই নম্বরে চলে এসেছে তারা। সিরিজ শুরুর আগে ছিল আট নম্বরে।
বাংলাদেশ তখন ছিল পাঁচ নম্বরে। পাকিস্তান ছয় ধাপ এগিয়ে আসায় টাইগাররা বিশ্বকাপ সুপার লিগে এক ধাপ পিছিয়েছে। ৬ ম্যাচে ৩ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে এখন তামিম ইকবালের দল ছয় নম্বরে।
৬ ম্যাচে ৪ জয়ে পাকিস্তানের পয়েন্ট ৪০। বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে থাকা ইংল্যান্ডের ৯ ম্যাচে ৪ জয়ে ৪০ পয়েন্ট। তবে তারা নেট রানরেটে এগিয়ে রয়েছে।
৬ ম্যাচে ৪ জয়ে ৪০ পয়েন্ট আছে অস্ট্রেলিয়ারও। তারা নেট রানরেটে ইংল্যান্ড-পাকিস্তানের থেকে পিছিয়ে থাকায় আছে তিন নম্বরে।
এরপরের অবস্থানগুলোতে যথাক্রমে আছে নিউজিল্যান্ড (৪), আফগানিস্তান (৫), বাংলাদেশ (৬), ওয়েস্ট ইন্ডিজ (৭), ভারত (৮), জিম্বাবুয়ে (৯), আয়ারল্যান্ড (১০), দক্ষিণ আফ্রিকা (১১), শ্রীলঙ্কা (১২)। নেদারল্যান্ডস কোনো ম্যাচ না খেলায় কোনো পয়েন্ট পায়নি।
সূত্রঃ জাগোনিউজ২৪