শ্রীলঙ্কা সফরে টাইগারদের সম্ভাব্য স্কোয়াড

ক্রিকেট দুনিয়া April 7, 2021 1,774
শ্রীলঙ্কা সফরে টাইগারদের সম্ভাব্য স্কোয়াড

দরজায় কড়া নাড়ছে শ্রীলঙ্কার সফর। অনেক জলঘোলার পর টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুই ম্যাচের এই সফর বাস্তবায়িত হচ্ছে এই মাসে। তার আগে নির্বাচকরা ব্যস্ত সময় পার করছেন টেস্ট স্কোয়াড নিয়ে।


মঙ্গলবার (৬ এপ্রিল) বিসিবি কার্যালয়ে ক্রিকেট অপারেশন্স বিভাগের সাথে জরুরী বৈঠকে বসে নির্বাচক প্যানেল। সেই আলোচনা শেষে মোটামুটি ১৮ সদস্যের একটি স্কোয়াড চূড়ান্ত করা হয়েছে। তবে স্কোয়াড চূড়ান্ত করবেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।


করোনার কারণে বিসিবি সভাপতি আপাতত ঘরবন্দী। তাই পাপনের সঙ্গে বুধবার (৭ এপ্রিল) ভার্চুয়াল মিটিং হবে নির্বাচকদের। সেখানেই ১৮ সদস্যবিশিষ্ট দুই টেস্টের স্কোয়াড চূড়ান্ত করা হবে। তবে দল ঘোষণা সর্বোচ্চ এক দিন পেছাতেও পারে।


মাহমুদুল্লাহ রিয়াদকে ইনজুরির কারণে টেস্টের বিবেচনায় রাখেনি নির্বাচক প্যানেলের একাংশ। বিডিক্রিকটাইম সেই খবর জানিয়েছিল আগেই। তবে গুঞ্জন আছে, বিসিবি সভাপতি স্কোয়াডে দেখতে চান রিয়াদকে। বলা বাহুল্য, বাঁধ সেধেছে চোট।


সভাপতি যদি রিয়াদকে স্কোয়াডে নেওয়ার জন্য সিদ্ধান্তে অটল থাকেন, তাহলে চমক হিসেবে তিনিও অর্ন্তভুক্ত হবেন শ্রীলঙ্কা যাওয়ার বহরে। আইপিএলের কারণে এই সফরে থাকছেন না সিনিয়র সদস্য সাকিব আল হাসান।


হাসান মাহমুদের চোট সমস্যা যদি কেটে যায় তাহলে তিনি স্কোয়াডে থাকছেন নিশ্চিতভাবেই। এছাড়া শরিফুল ইসলামকেও স্কোয়াডে রাখা হবে বলে গুঞ্জন রয়েছে। সেক্ষেত্রে তার সাথে নীরব লড়াই হবে পরীক্ষিত পেসার খালেদ আহমেদের। পাশাপাশি পেস ডিপার্টমেন্টে তাসকিন ফিরবেন, এমনটাই শোনা যাচ্ছে।


• দুই টেস্টের জন্য সম্ভাব্য ১৮ সদস্যের দল


মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী রাহী, খালেদ আহমেদ/শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মাহমুদউল্লাহ রিয়াদ (সিদ্ধান্ত সভাপতির)।


সূত্রঃ বিডিক্রিকটাইম