আইপিএলের ইতিহাসে সেরা ১০ ব্যাটসম্যানের তালিকা

ক্রিকেট দুনিয়া April 6, 2021 1,054
আইপিএলের ইতিহাসে সেরা ১০ ব্যাটসম্যানের তালিকা

মাত্র কদিন পর শুরু হচ্ছে আইপিএলের ১৪তম জমজমাট আসর। সব ঠিক থাকলে আগামী ৯ এপ্রিল আইপিএলের বল মাঠে গড়াবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের প্রতিটি আসরেই কোন না কোন ব্যাটসম্যান রাজত্ব করেছেন বীরদর্পে। আসুন দেখে নেই আইপিএলের ইতিহাসে সেরা ১০ জন ব্যাটসম্যানের তালিকা।


১. বিরাট কোহলিঃ

দলকে একবারও ট্রফি এনে দিতে না পারলেও, আন্তজার্তিক ক্রিকেটের মত আইপিএলে একইরকমভাবে কথা বলে তার ব্যাট। রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে এখন পর্যন্ত ১৯২টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। মোট রান ৫৮৭৮। গড় ৩৮.১৬ , স্ট্রাইক রেট ১৩০.৭৩। এখনও পর্যন্ত আইপিএলে বিরাট কোহলির সর্বোচ্চ সংগ্রহ ১১৩। এইবছরও কোহলি ভক্তদের আশা দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি আইপিএলের ২২ গজে চলবে তার রাজত্ব।


২. সুরেশ রায়নাঃ

আইপিএলের সেরা ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন সুরেশ রায়না। মাঝে গুজরাট দলের হয়ে খেললেও, আইপিএল ক্যারিয়ারের বেশিরভাগ সময় খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। এখনও পর্যন্ত আইপিএলে সুরেশ রায়নার সংগ্রহ ১৯৩ ম্যাচে ৫৩৬৮ রান। সর্বোচ্চ সংগ্রহ ১০০ , গড় ৩৩.৩৪, স্ট্রাইক রেট ১৩৭.১৪। গত আসরে না খেললেও, এবার রায়নার ব্যাটের উপর ভরসা রাখছে চেন্নাই ভক্তরা।


৩. ডেভিড ওয়ার্নারঃ

আইপিএলের ইতিহাসে সেরা ১০ ব্যাটসম্যানের তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এর আগে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করেছেন ডেভিড। ব্যাট হাতেও দেখিয়েছেন তার কারিশমা । ১৪২ ম্যাচে ওয়ার্নাারের সংগ্রহ ৫২৫৪ রান, সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ১২৬, গড় ৪২.৭১, স্ট্রাইক রেট ১৪১.৫৪।


৪. রোহিত শর্মাঃ

দলকে এনে দিয়েছেন ৫টি ট্রফি। ব্যাট হাতেও আইপিএলে নিজেকে এগিয়ে রেখেছেন রোহিত শর্মা। ২০০ ম্যাচে সংগ্রহ ৫২৩০ রান করেছেন রোহিত। সর্বোচ্চ রান ১০৯, গড় ৩১.৩১, স্ট্রাইক রেট ১৩০.৬১। ২০২১ আইপিএলেও রোহিতের ব্যাট রান কুড়াবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।


৫. শিখর ধাওয়ানঃ

গত কয়েকটা আসরে আশানুরূপ খেলতে না পারলেও, আইপিএলে কথা বলে তার ব্যাট। আইপিএলের সেরা ১০ ব্যাটসম্যানের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন শিখর ধাওয়ান। ১৭৬ ম্যাচে শিখরের সংগ্রহ ৫১৯৭ রান। গড় ৩৪.৪১, স্ট্রাইক রেট ১২৬.৮৭। এখনও পর্যন্ত আইপিএলে ধাওয়ানের ব্যাক্তিগত সংগ্রহ ১০৬। শিখরের অভিজ্ঞতা ও আগের ইতিহাসের উপর ভর করেই আইপিএল ট্রফি জেতার স্বপ্ন দেখছেন দিল্লি ক্যাপিটালসের সমর্থকরা।


৬. এ বি ডিভিলিয়ার্সঃ

আইপিএলে বিধ্বংসী ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম নাম এ বি ডিভিলিয়ার্স। ১৬৯ ম্যাচে আইপিএলে এবিডির সংগ্রহ ৪৮৪৯ রান। সর্বোচ্চ ব্যক্তিগত রান ১৩৩। গড় ৪০.৪০, স্ট্রাইক রেট ১৫১.৯১। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এবছর আইপিএলে নিজের ধ্বংসাত্মক ইনিংস খেলার জন্য জন্য প্রস্তুত এবি।


৭. ক্রিস গেইলঃ

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি বিধ্বংসী ইনিংস খেলেছেন ক্রিস গেইল। আইপিএলে ১৩২ ম্যাচে গেইলের সংগ্রহ ৪৭৭২রান। ব্যক্তিগত সর্বোচ্চ রান ১৭৫। যেটি এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান। গেইলের গড় ৪১.১৩, স্ট্রাইক রেট ১৫০.১১। বয়স কিছুটা বাধা হলেও, এবছর গেইল ঝড়ের ভরসায় রয়েছেন পাঞ্জাব কিংসের সমর্থকরা।


৮. মহেন্দ্র সিং ধোনিঃ

শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, আইপিএলের ইতিহাসেও অন্যতম সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। ৩ বার দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি ব্যাট হাতেও উপহার দিয়েছেন অসংখ্য চোখ ধাঁধানো ইনিংস। ২০৪ ম্যাচে ধোনির সংগ্রহ ৪৬৩২ রান। সর্বোচ্চ রান ৮৪, গড় ৪০.৯৯, স্ট্রাইক রেট ১৩৬.৭৫। গতবার আইপিএলে ভাল ফর্মে না থাকলেও, এবারের আসরে নিজেকে মেলে ধরবেন বলে সমর্থকেরা আশাবাদী।


৯. রবিন উথাপ্পাঃ

আইপিএল ইতিহাসে ব্যাট হাতে নিজের জাত চিনিয়েছেন রবিন উথাপ্পা। কলকাতার নাইট রাইডার্সের দুইবার আইপিএল চ্যাম্পিয়ন হবার পেছনে রবিনের গুরুত্ব অনস্বীকার্য। গতবার রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন তিনি। এবার তাকে দলে নিয়েছে সিএসকে। ১৮৯ ম্যাচে উথাপ্পার সংগ্রহ ৪৬০৭ রান। ব্যক্তিগত সর্বোচ্চ ৮৭ রান। গড় ২৭.৯২, স্ট্রাইকরেট ১২৯.৯৯।


১০ গৌতম গম্ভীরঃ

আইপিএলের সেরা দশের তালিকাায় শেষ নাম গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্সের ট্রফির খরা কেটেছিল গম্ভীরের নেতৃত্বেই। ব্যাট হাতেও করেছেন রান। ১৫৪ ম্যাচে গম্ভীরের সংগ্রহ ৪২১৭ রান। গড় ৩১.২৩, স্ট্রাইক রেট ১২৩.৮৮, সর্বোচ্চ সংগ্রহ ৯৩। কেকেআর ছেড়ে দেওয়ার পর দিল্লি দলে যোগ দেন তিনি। সেখান থেকেই অবসর নেন গম্ভীর।


সূত্রঃ স্পোর্টসজোন২৪