আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া দশ ক্রিকেটারের তালিকা

ক্রিকেট দুনিয়া April 6, 2021 1,052
আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া দশ ক্রিকেটারের তালিকা

আজ আমরা আলোচনা করবো তেমন দশজন খেলোয়াড়কে নিয়ে যারা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ মূল্যে বিক্রী হয়েছেন। চলুন দর্শক আর দেরী না করে জেনে নেয়া যাক কে কে আছেন এই তালিকায়…


১০.দিনেশ কার্তিকঃ

ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিক জাতীয় দলে খুব একটা সুবিধা করতে না পারলেও আইপিএলের নিয়মিত পারফরমার। সেই সুবাদেই ২০১৫ সালে ১২ কোটি ৫০ লাখ রুপীতে তাকে কিনে নেট দিল্লি ডেয়ারডেভিলস। দিল্লীতে তিনি বেশ চনমনে মেজাজেই সেবারের আসর কাটিয়েছিলেন।


৯.বেন স্টোকসঃ

সবচেয়ে বেশি মূল্য তালিকায় নয় নাম্বারে আছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ব্যাট, বল কিংবা ফিল্ডিং তিন ক্ষেত্রেই নিজেকে বিলিয়ে দেয়া মানুষটার নাম বেন স্টোকস। সেই আকর্ষণীয়তার কারণেই ২০১৮ সালে ১২ কোটি ৫০ লাখ রুপীতে স্টোকসকে দলে ভিড়িয়েছিলো রাজস্থান রয়েলস।


৭. যুবরাজ সিংঃ

একসময়ে ভারতের মিডল অর্ডারে ব্যাট হাতে অধিপত্য দেখিয়েছেন কিংবদন্তী অলরাউন্ডার যুবরাজ সিং। স্পিনার হিসেবেও তিনি ছিলেন দূর্দান্ত। সেই যুবরাজকেই ১৪ কোটি রুপিতে নিজেদের দলে ভিড়িয়েছিলো রয়েল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর। এই দামের নামটাও রেখেছিলেন যুবরাজ। আইপিল ক্যারিয়ারের মধ্যে সেরা মৌসুম পার করেছিলেন সেবার।


৭. গ্লেন ম্যাক্সওয়েলঃ

এই তালিকায় আছেন অস্ট্রেলিয়ান হার্ডহিটার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। তার দৃষ্টিনন্দন স্ট্রোক আর শটের জন্য দুনিয়াজোড়া খ্যাতি পেয়েছেন ম্যাক্সওয়েল। সেই সুবাদেই আসন্ন আইপিএলে ১৪ কোটি ২৫ লাখ টাকায় তাকে কিনেছে রয়েল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর।


৬. বেন স্টোকসঃ

এর পরে তম স্থানে আছেন ইংল্যান্ডের বেন স্টোকস, ১৪.২৫ কোটি রুপীতে রাইজিং পুনে সুপারজায়ান্ট তাকে কিনেছিলো ২০১৭ সালে। যদিও দামের সাথে মোটেই সুবিচার করতে পারেননি স্টোকস।


৫. গৌতম গম্ভীরঃ

একসময় ভারতীয় দলের নিয়মিত ওপেনিং ব্যাটসম্যান ছিলেন বাহাতি গৌতম গম্ভীর। তার শট সিলেকশন কিংবা ব্যাটিং স্টাইল দেখে মনে হয়েছিলো শচীনের বিকল্প হয়তো খুঁজে পেয়েছে ভারতীয়রা। আইপিএলেও বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। সেই সুবাদেই ২০১১ সালের আইপিএলে ১৪ কোটি ৯০ লাখ টাকায় গম্ভীরকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। অবশ্য এর যোগ্য প্রতিদান দিয়েছেন গম্ভীর। কলকাতাকে চ্যাম্পিয়ন করার পেছনে তার অবদান অনস্বীকার্য।


৪. কাইল জেমিসনঃ

নিউজিল্যান্ডের তরুণ পেসার কাইল জেমিসন হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি আইপিএলে তিনি এত মোটা দামে বিক্রী হবেন। মাত্র আটটি আন্তর্জাতিক টি-২০ খেলা জেমিসনকে ১৫ কোটি রুপীতে দলে ভিড়িয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এত বেশি দামে এই অনভিজ্ঞ খেলোয়াড়কে কেন কিনলো তারা সেটা নিয়ে চলছে বিরাট ধোয়াশা। তাই এবারের আইপিএলে বাড়তি দৃষ্টি থাকবে জেমিসনের দিকে।


৩. প্যাট কামিন্সঃ

২০২০ সালে সাড়ে ১৫ কোটি রুপীতে অজি পেসার প্যাট কামিন্সকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। অবশ্য তাকে এতো দামে কেনার পেছনে বড় একটা কারণ তো অবশ্যই আছে। সেই কারণটা হলো বর্তমান বিশ্বের অন্যতম একজন সেরা বোলার কামিন্স। তাই এবারের আইপিএলেও তিনি নিজের সেরাটা দেবেন বলে আশা রাখে কলকাতা নাইট রাইডার্স।


২. যুবরাজ সিংঃ

২০১৪ সালে দারুণ এক মৌসুম কাটানোর পরে পরের বছর অর্থাৎ ২০১৫ সালে রেকর্ড দামে বিক্রি হয়েছিলেন টি২০তে সর্বপ্রথম ছয় বলে ছয় ছক্কা হাঁকানো যুবরাজ সিং। ১৬ কোটি রুপীতে যুবরাজকে দলে ভেড়ায় দিল্লী। কিন্তু এতো বেশি দামে বিক্রী হয়েও যুবরাজ হতাশ করেন সকলকে। ধারাবাহিক বাজে পারফরম্যান্সে নাম কিংবা দাম কোনোটার প্রতিই সেই মৌসুমে সুবিধা করতে পারেননি যুবরাজ।


১. ক্রিস মরিসঃ

দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস পুরো আইপিএল ইতিহাসে সবচাইতে দামী খেলোয়াড় হিসেবে রেকর্ড করেছেন। সর্বোচ্চ ১৬ কোটি ২৫ লাখ রুপীতে তাকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়েলস। অথচ মরিসের ভিত্তি মূল্য ছিলো মাত্র ৭৫ লাখ রুপী। হাড্ডাহাড্ডি নিলামে এত কম ভিত্তি মূল্যেও সর্ব্বোচ্চ দামে বিক্রি হওয়া আসলেই আইপিএল তথা ক্রিকেটবিশ্বে এক অনন্য নজির স্থাপিত হয়েছে। তাই এবারের আইপিএলে দর্শকদের বাড়তি নজর থাকবে ক্রিস মরিসের প্রতি।


তবে দর্শক, আরও একটি বিষয় না বললেই নয় যে আইপিএলে অপ্রকাশিত দামেও বিক্রি হন অনেক ক্রিকেটার। রোহিত শর্মা, বিরাট কোহলি, ক্রিস গেইলরা। চুক্তি মূল্যের বাইরে গিয়ে হয়তো বিশ কোটি বা তারও অনেক বেশি দামে বিক্রি হন এই তারকারা!


সূত্রঃ স্পোর্টসজোন২৪