দেশের খেলা ফেলে আইপিএল খেলতে ছুটলেন ডি কক-রাবাদারা

ক্রিকেট দুনিয়া April 5, 2021 1,217
দেশের খেলা ফেলে আইপিএল খেলতে ছুটলেন ডি কক-রাবাদারা

তিন ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে সফরকারী পাকিস্তান। ইতিমধ্যেই দুই ম্যাচ ওয়ানডে শেষ করেছে দু’দল। জমজমাট প্রথম দুই ম্যাচে ১-১ ড্র-তে পরিণত হয়েছে।


তাই সিরিজের শেষ ম্যাচটি হয়ে গিয়েছে অলিখিত ফাইনাল। কিন্তু বাকি ম্যাচগুলোর আগে আইপিএল খেলতে উড়াল দিয়েছেন ডি কক- রাবাদাসহ পাঁচ প্রোটিয়া ক্রিকেটার।


তারা পাঁচ জন হচ্ছেন– কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ডেভিড মিলার ও অ্যানরিখ নরকিয়া। তাদের মধ্যে রাবাদা ও নরকিয়া দিল্লী ক্যাপিটালস, ডি কক মুম্বাই ইন্ডিয়ান্স, মিলার রাজস্থান রয়্যালস এবং লুঙ্গি খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে।


আইপিএল খেলতে একপ্রকার বাধ্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা! কারণ বিসিসিআই ও সিএসএর মধ্যে আইপিএল নিয়ে চুক্তি রয়েছে। যার কারণে আইপিএলে দল পাওয়া ক্রিকেটারদের নির্ধারিত সময় ছুটি ও এনওসি দিতে বাধ্য দক্ষিণ আফ্রিকা।


এছাড়াও ২০২১ আইপিএলে দক্ষিণ আফ্রিকার আরও খেলবেন মার্কো জ্যানসেন (মুম্বাই ইন্ডিয়ান্স), ফ্যাফ ডু’প্লেসিস (চেন্নাই সুপার কিংস), ইমরান তাহির (চেন্নাই সুপার কিংস), ক্রিস মরিস (রাজস্থান রয়্যালস) ও এবি ডি’ভিলিয়ার্স (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)৷


সূত্রঃ স্পোর্টসজোন২৪