আর কয়েকদিন পর মাঠে গড়াতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্জাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবারের আসর ঘিরে বাংলাদেশি ক্রিকেট ভক্ত-সমর্থকদের আগ্রহ তুঙ্গে। কারণ, এক বছরের বিরতি শেষে আবারও আইপিএলে ফিরছেন দেশের ক্রিকেটের দুই বড় তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
এ বছর বাংলাদেশিদের কাছে আইপিএলের প্রতি আগ্রহ বাড়ার আরো একটি কারণ রয়েছে। তাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্সে যে ফিরেছেন সাকিব। তাছাড়া এই দলটি বিশ্বসেরা অলরাউন্ডারের পুরনো দলও।
যেখানে থেকে ২০১২ ও ২০১৪ সালে টুর্নামেন্টটির শিরোপা জিতেছেন তিনি। এমনকি নিলামে সাকিবকে কেনার সময় ফ্রাঞ্জাইজি কর্তৃপক্ষ বলেছিল, বাংলাদেশি তারকাকে তারা নিজেদের জন্য লাকি চার্ম বা সৌভাগ্যের প্রতীক ভাবেন।
আর তাই সাকিব নিজের পুরনো দলে ভালো করার ব্যাপারে নিজের সঙ্গেই নিজে সংকল্পবদ্ধ। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেয়া র্যাপিড ফায়ার প্রশ্নোত্তর পর্বে, সাকিব জানিয়েছেন এবার তিনি একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নিতে চান।
• ক্রিকইনফোর সঙ্গে সাকিবের প্রশ্নোত্তর পর্বটি নিচে তুলে ধরা হলো:
প্রশ্ন: আইপিএলে কোন দলের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন?
সাকিব: মুম্বাই ইন্ডিয়ানস।
প্রশ্ন: আপনাদের দলের শক্তির জায়গা কোনটি?
সাকিব: আমার মতে, তিন ডিপার্টমেন্টই ভালোভাবে সাজিয়েছি আমরা। তবে আমাদের বোলিং বিভাগ এ বছর শিরোপা জেতাতে পারে।
প্রশ্ন: এবারের আইপিএলে আপনার ব্যক্তিগত লক্ষ্য কী?
সাকিব: দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা।
প্রশ্ন: আইপিএলের কোন রেকর্ড আপনি ভাঙতে চান?
সাকিব: একই ম্যাচে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিতে চাই।
প্রশ্ন: আইপিএলের গত মৌসুমের পর আপনি কোন জিনিসটা শিখেছেন?
সাকিব: আইপিএলের অংশ হিসেবে প্রতিনিয়তই অনেক কিছু শেখা যায়।
প্রশ্ন: আইপিএলের কোন ম্যাচটা আপনি বারবার দেখেন?
সাকিব: নির্দিষ্ট কোনো ম্যাচ নেই।
প্রশ্ন: আইপিএলে আপনার চোখে নিজের সেরা পারফরম্যান্স কোনটা?
সাকিব: আমার মতে, ২০১৪ মৌসুম (২২৭ রান ও ১১ উইকেট।
প্রশ্ন: বাবলে থাকার সবচেয়ে কঠিন জিনিস কোনটা?
সাকিব: সবচেয়ে কঠিন হলো, রুম থেকে বের হতে না পারা।
প্রশ্ন: টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে আপনার ব্যাপারে মানুষের ভুল ধারণা কোনটি?
সাকিব: মানুষ তো অনেক কিছুই বলে। তবে আমি সেসব নিয়ে ভাবি না। তাই বলতে পারছি না।
প্রশ্ন: আইপিএলে কোন বোলারকে খেলতে মুখিয়ে আছেন?
সাকিব: আমি জোফরা আর্চারকে খেলতে চাই। কিন্তু সে এখন ইনজুরিতে। তবে আরেকজন আছে, আমাদের দলের প্যাট কামিনস। তাকে নেটে খেলতে পারব।
সূত্রঃ স্পোর্টসজোন২৪