আবারো অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১২ এপ্রিল শ্রীলংকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কিন্তু শেষ মুহূর্তে আবারো অনিশ্চিত হয়ে পড়েছে এই সিরিজ।
নতুন করে আবারো ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে করোনাভাইরাস। ইতিমধ্যেই এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। আগামীকাল নিউজিল্যান্ড থেকে দেশে ফিরছে টাইগাররা। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের তথ্য অনুযায়ী ১ সপ্তাহের কোয়ারেন্টাইন থাকতে হবে শ্রীলঙ্কায়।
তবে সেই প্রটোকল আবারও পরিবর্তন এনেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। নতুন প্রটোকলে দেখা যায়, বাইরে থেকে আসা যে কোনো মানুষকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে দ্বীপ রাষ্ট্রটিতে ঢুকতে হলে। যেটা, বাংলাদেশ দলের জন্য আগে ছিল মোটে তিনদিন।
ঘটনাগুলো নিয়ে বিস্তারিত কোনো বক্তব্য আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। মূলত সরকারের নির্দেশের জন্যই অপেক্ষা করছে তারা। পাশাপাশি, লকডাউন এবং লঙ্কান কোয়ারেন্টাইন ইস্যু নিয়ে ক্রিকেটারদের সঙ্গেও আলাপ করতে চায় বোর্ড।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট