৯ এপ্রিল শুরু হচ্ছে আইপিএল এর ১৪ তম আসর।
জমজমাট এই আসরে নিলাম অনুষ্ঠিত হয় ১৮ ফেব্রুয়ারী। এবারের আসরে রেকর্ড ১৬.২৫ কোটি টাকায় ক্রিস মরিসকে দলে টেনে নেন রাজস্থান রয়্যালস্।
দামি খেলোয়াড়দের পাশাপাশি বেশ কয়েকজন বড় তারকা খেলোয়াড় রয়ে গেছেন অবিক্রীত অবস্থায়। এমন অবিক্রীত খেলোয়াড়দের নিয়ে গঠিত একাদশ অনায়াসে হারাতে পারে যেকোনো দলকে।
• অবিক্রীত এমন ১৬ জন খেলোয়াড় নিয়ে গঠিত একাদশ-
১) অ্যালেক্স হেলস (বেস প্রাইজ ১.৫০ কোটি টাকা)
২) কোরি অ্যান্ডারসন (বেস প্রাইজ ৭৫ লক্ষ টাকা)
৩) এভিন লুইস (বেস প্রাইজ ১ কোটি টাকা)
৪) অ্যারন ফিঞ্চ (বেস প্রাইজ ১ কোটি টাকা)
৫) হনুমা বিহারী (বেস প্রাইজ ১ কোটি টাকা)
৬) গ্লেন ফিলপস (বেস প্রাইজ ৫০ লক্ষ টাকা)
৭) অ্যালেক্স ক্যারি (বেস প্রাইজ ১.৫০ কোটি টাকা)
৮) শেলডন কোটরেল (বেস প্রাইজ ১ কোটি টাকা)
৯) আদিল রশিদ (বেস প্রাইজ ১.৫০ কোটি টাকা)
১০) অঙ্কিত রাজপুত (বেস প্রাইজ ৩০ লক্ষ টাকা)
১১) তুষার দেশপন্ডে (বেস প্রাইজ ২০ লক্ষ টাকা)
১২) সন্দীপ লামিছানে (বেস প্রাইজ ৪০ লক্ষ টাকা)
১৩) শন মার্শ (বেস প্রাইজ ১.৫০ কোটি টাকা)
১৪) মার্টিন গাপটিল (বেস প্রাইজ ৫০ লক্ষ টাকা)
১৫) মার্নাস লাবুশেন (বেস প্রাইজ এক কোটি টাকা)
১৬) বরুণ অ্যারন (বেস প্রাইজ ৫০ লক্ষ টাকা)।
সূত্রঃ স্পোর্টসজোন২৪