আইপিএলের গত আসরে সবচেয়ে বেশি ‘ছক্কা’ হাঁকিয়েছিলেন যারা

ক্রিকেট দুনিয়া April 3, 2021 597
আইপিএলের গত আসরে সবচেয়ে বেশি ‘ছক্কা’ হাঁকিয়েছিলেন যারা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হতে বাকি আর ৬ দিন। ইতোমধ্যেই বিদেশী ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দেওয়া শুরু করেছেন। তবে তার আগে জেনে নিন, গত আসরে আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছিলেন যারা…।


গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল আইপিএলের ১৩ তম আসর। করোনার কারণে সেই আসর ভারতে না হলেও এবার নিজ মাটিতে গড়াচ্ছে ১৪তম আসর। আর গত আসরে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর মধ্যে প্রথম তিনজনই হচ্ছেন ভারতীয়।


২০২০ আসরে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছিলেন ইশান কিশান। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা এই ব্যাটসম্যান ১৩ ইনিংসে হাঁকান ৩০ টি ছক্কা। এছাড়া সাঞ্জু স্যামসন আছেন দ্বিতীয়ে। ১৪ ইনিংসে রাজস্থানের এই ব্যাটসম্যান হাঁকান ২৬টি। এছাড়া ১৩ ইনিংস খেলে মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া হাঁকান ২৫টি।


এরপর ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান আছেন চার নম্বরে। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ১৪ ইনিংসে তিনি হাঁকান ২৫টি। এর পর সেরা পাঁচের পাঁচ নম্বরে আছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। কলকাতা নাইট রাইডার্সের এই অধিনায়ক ১৪ ইনিংসে হাঁকান ২৪ টি ছয়। এছাড়া ৭ ইনিংসে ২৩ টি ছয় হাঁকান ক্রিস গেইল।


সূত্রঃ স্পোর্টসজোন২৪