শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন সাকিব

ক্রিকেট দুনিয়া April 2, 2021 764
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন সাকিব

জাতীয় দল থেকে সাকিব আল হাসানের বিরতি নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। কারও কারও মতে, জাতীয় দলের চেয়েও সাকিব বেশি গুরুত্ব দিচ্ছেন আইপিএলকে। তবে মে মাসেই জাতীয় দলের জার্সিতে ফিরবেন বলে জানিয়েছেন খোদ সাকিব।


আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে আইপিএলের চতুর্দশ আসর, যেখানে সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। এই আসরে খেলার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব। এ মাসেই লঙ্কানদের মাটিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি টেস্ট খেলবে টাইগাররা।


এর আগে সাকিব ছুটি নিয়েছিলেন নিউজিল্যান্ড সফর থেকেও, পিতৃত্বকালীন ছুটির কারণে। আইপিএল শেষ হবে মে মাসের শেষদিকে। তার আগে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। সাকিব জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে এই সিরিজে খেলবেন তিনি। অর্থাৎ, দল শেষপর্যন্ত খেললেও পুরো আসরে কলকাতার সাথে থাকা হবে না সাকিবের।


দারাজ এর ফেসবুক লাইভে ‘কবে জাতীয় দলের জার্সিতে আবারো দেখা যাবে’ এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আশা করি মে মাসে। যদি করোনা পরিস্থিতি ভালো থাকে, যেভাবে সিরিজগুলোর পরিকল্পনা আছে সেগুলো যদি সময় অনুযায়ী হয় তাহলে ইনশাআল্লাহ মে মাসে।’


সূত্রঃ বিডিক্রিকটাইম