আইসিসির টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল

ক্রিকেট দুনিয়া April 2, 2021 972
আইসিসির টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল

সেই ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। ক্রিকেটে নারীদের যাত্রাটা অনেক পরে। যেকারণে টেস্ট স্ট্যাটাস পেতেও লেগে গেল দুই দশক।


ছেলেদের প্রায় ২১ বছর পর বাংলাদেশ নারী দলও টেস্ট স্ট্যাটাস পেলো। এক বিবৃতিতে বাংলাদেশকে টেস্ট মর্যাদা দেওয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় আইসিসির সভা। সেখানেই পূর্ণাঙ্গ নারী তিন দলগুলোকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত হয়। বাংলাদেশসহ আফগানিস্তান ও জিম্বাবুয়ে নারী দলকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।


আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, “বোর্ড সভায় আইসিসির পূর্ণাঙ্গ নারী দল সদস্যদের ওয়ানডে এবং টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”


এখন পর্যন্ত আইসিসির টেস্ট স্ট্যাটাস পাওয়া দলগুলো হলো, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস নারী দল।


সূত্রঃ স্পোর্টসজোন২৪