দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন নাসির

ক্রিকেট দুনিয়া April 1, 2021 1,466
দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন নাসির

বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে খুলনার বিপক্ষে জয়ের সুবাস নিয়েই তৃতীয় দিন শেষ করেছিল রংপুর। শেষ দিন প্রথম সেশনে নাসির হোসেনের দ্রুতগতির ইনিংসে ৭ উইকেটের জয় নিয়েছে মাঠ ছেড়েছে দলটি।


বিনা উইকেটে ১৬ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিং করতে নেমেছিলেন রংপুরের দুই ওপেনার। কোনো রান যোগ করার আগেই দিনের শুরুতে নবীন ইসলামকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন আব্দুল হালিম।


আরেক ওপেনার জাহিদ জাভেদকেও বোল্ড করেন এই পেসার। খুলনার পক্ষে তানভীর হায়দারের উইকেটটি শিকার করেন রবিউল ইসলাম রবি। তারপরে আর কোনো বিপদ হতে দেননি নাসির ও সোহরাওয়ার্দী শুভ।


জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে জ্বলে ওঠে নাসিরের ব্যাট। প্রথম ম্যাচে সেঞ্চুরি ও এই ম্যাচের প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি হাঁকানো নাসির খেলেন এক দ্রুতগতির ইনিংস। তার মাত্র ৪৪ বলে ৪৮ রানের সুবাদে প্রথম সেশনেই জয় পেল রংপুর।


নাসিরের ইনিংসটিতে ছিল ৭টি চার ও ২টি ছক্কার মার। জয়ের জন্য শেষ দিনে রংপুরের দরকার ছিল ১০১ রান। সহজেই ৭ উইকেটের জয় তুলে নিয়েছে উত্তরবঙ্গের দলটি।


• সংক্ষিপ্ত স্কোর


খুলনা ২২১/১০ (৪৯.২ ওভার, প্রথম ইনিংস)

তুষার ১১৬, সোহান ৩১;

মুগ্ধ ৬/৬৪।


রংপুর ৩৬৪/১০ (৯৭.১ ওভার, প্রথম ইনিংস)

আরিফুল ৯৭*, নাসির ৬৬, ধীমান ৪৩, জাহিদ ৩২;

টুটুল ৪/৭৮, রবি ২/৪১, হালিম ২/৮৮।


খুলনা ২৫৯/১০ (৬৯.৩ ওভার, দ্বিতীয় ইনিংস)

অমিত ৮৯, জিয়া ৬৪;

মুগ্ধ ৬/৬৭।


রংপুর ১২০/৩ (৩৩.৩ দ্বিতীয় ইনিংস )

নাসির ৪৮*, জাহিদ ৩৭, শুভ ১৮*;

হালিম ২/৩১


ফলঃ রংপুর ৭ উইকেটে জয়ী।


সূত্রঃ বিডিক্রিকটাইম