নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে অকল্যান্ডে দুপুর ১২টায় মাঠে নামছে বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। ইনজুরিতে তার খেলা হচ্ছে না। লিটন কুমার দাশ এ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।
জানা গেছে, দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর বাঁ ঊরুতে টান পড়েছিল। চোট নিয়ে খেলে গেলেও শেষ ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট নন তিনি। সফরের শেষ ম্যাচে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ।
দুপুর ১২টায় বাংলাদেশ যখন ময়দানী যুদ্ধে নামবে তখন চোখ রাঙানি দিচ্ছে কিউইদের সমীকরণটা ৩২-০ হওয়ার। এর আগে নিউ জিল্যান্ডে তিন সংস্করণ মিলিয়ে স্বাগতিকদের বিপক্ষে ৩১ ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিততে পারেনি কোনোটিতেই।
সূত্রঃ রাইজিংবিডি