শেষ টি-টোয়েন্টিতে খেলবেন না মাহমুদউল্লাহ রিয়াদ!

ক্রিকেট দুনিয়া April 1, 2021 959
শেষ টি-টোয়েন্টিতে খেলবেন না মাহমুদউল্লাহ রিয়াদ!

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অনিশ্চিত নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের অংশগ্রহণ। মুশফিকুর রহিমের মত তিনিও একাদশে না থাকলে অনেক বছর পর প্রতিষ্ঠিত পাঁচ সিনিয়র ক্রিকেটারের কাউকে ছাড়াই খেলতে নামবে বাংলাদেশ।


বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর কাটছে দুঃস্বপ্নের মত। মাঠের পারফরম্যান্স বিবর্ণ। ওয়ানডে সিরিজে প্রতিরোধ গড়ার দৃশ্য তেমন চোখে পড়েনি, ফলে কপালে জুটেছে হোয়াইটওয়াশের গ্লানি। টি-টোয়েন্টিতেও নেই ধারাল পারফরম্যান্স। ফিল্ডিং হাতছাড়া আর ছেলেমানুষি ভুলের মহড়া যেন। খেলা দেখে মনে হচ্ছে দলটাই বুঝি ছন্নছাড়া।


এবারের এই সফরের দলে নেই মাশরাফি বিন মুর্তজা। পিতৃত্বকালীন ছুটির জন্য নিউজিল্যান্ডে যাননি সাকিব আল হাসান। ব্যক্তিগত কারণ দেখিয়ে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল দেশে ফিরেছেন ওয়ানডে সিরিজ শেষ করেই। মুশফিকুর রহিম পড়েছেন দুই ধরনের চোটে। এবার রিয়াদকে নিয়েও অনিশ্চয়তা।


মুশফিকের মত রিয়াদকে নিয়েও অনিশ্চয়তা চোটের কারণে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, স্ট্রেইনের কারণে ঠিকমত অনুশীলনও করতে পারেননি রিয়াদ। শেষ ম্যাচে তার অংশ নেওয়ার সম্ভাবনা তাই ক্ষীণ। তিনি না খেললে দলকে নেতৃত্ব দেবেন অন্য কেউ।


সিনিয়রদের মধ্যে বাকি আছেন যিনি, অনিশ্চয়তা আছে তাকে নিয়েও। চোটে পড়া মুশফিককে নিয়ে শঙ্কা কাটেনি এখনো। শেষ ম্যাচের আগেও তিনি পুরোপুরি ফিট হয়ে উঠেছেন কি না তা পরিস্কার নয়। কাঁধের চোটের সাথে নতুন করে সৃষ্টি হওয়া আঙুলের চোটে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।


মুশফিকের জন্য অবশ্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে দল। একে তো করোনার কারণে বায়োবাবলের ক্লান্তি, তার ওপর টানা খেলার সূচি সামনে রেখে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। তবে ফিটনেস টেস্টে পাশ করলে শেষ ম্যাচে দেখা যেতে পারে তাকে।


সূত্রঃ বিডিক্রিকটাইম