বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতির ব্যবহারে জটিলতা সৃষ্টি করায় ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি। এই ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন সাবেক কিউই ক্রিকেটার জেফ ক্রো।
নেপিয়ারে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান জড়ো করে নিউজিল্যান্ড। এরপর বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। বৃষ্টি থামলে ১৬ ওভারে বাংলাদেশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৪৮ রান।
স্বাগতিক বোর্ড এনজেডসি ও টাইগারদের বোর্ড বিসিবি সামাজিক যোগাযোগমাধ্যমে ১৪৮ রান ঘোষণাও করে ফেলে। তবুও ছিল ধোঁয়াশা। বাংলাদেশ যখন ব্যাটিং শুরু করে, নাঈম-লিটনরা তখন মূলত জানেন না কত রান তাড়া করতে হবে তাদের। ব্যাটিং থামিয়ে ম্যাচ রেফারি নতুন করে হিসেবনিকেশে বসেন।
শেষে জানানো হয়, ১৬ ওভারে ১৭১ রান তাড়া করতে হবে বাংলাদেশকে। ক্রিকেট সমর্থকরা বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেননি। ম্যাচ শেষে বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গোও অসন্তোষ জানান। তবে ম্যাচ রেফারি তার এই ভুলের জন্য ক্ষমা চেয়েছেন।
প্রথম আলোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, জেফ ক্রো বাংলাদেশ দলের কাছে দুঃখ প্রকাশ করেছেন। দলের সাথে থাকা বিসিবি পরিচালক জালাল ইউনুসের উদ্বৃতিতে বলা হয়েছে, ‘জেফ ক্রো পরে বারবার আমাদের সরি বলেছেন। ম্যাচের পরও ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।’
ক্রিকেট দুনিয়ায় এমন ভুলের দৃষ্টান্ত অবশ্য বিরল। ক্ষমা চাইলেও নিজের এই অপ্রত্যাশিত ত্রুটির জন্য নিশ্চয়ই অনেকদিন অনুশোচনায় পুড়বেন কিউই রেফারি! - বিডিক্রিকটাইম