ব্যাট হাতে সেঞ্চুরি পর বল হাতেও ঘূর্ণি যাদু দেখালেন নাসির

ক্রিকেট দুনিয়া March 24, 2021 1,226
ব্যাট হাতে সেঞ্চুরি পর বল হাতেও ঘূর্ণি যাদু দেখালেন নাসির

ক’দিন আগেই নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। বিয়ের পর এই প্রথম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়েই ব্যাট-বল হাতে মাঠে নেমেছেন তিনি। আর তাতেই তার একের পর এক চমক। প্রথম ইনিংসেই সেঞ্চুরির পর বল হাতেও নিয়েছেন ৪ উইকেট।


টুর্নামেন্ট শুরুর আগেই নাসির বলে রেখেছিলেন এবার তিনি অন্তত ৮০০ থেকে ১০০০ রান করতে চান। এমন লক্ষ্য নিয়ে মাঠে নেমেই ২৫২ বলের মোকাবেলায় ১১৫ রানে ইনিংস খেলেন তিনি। যেখানে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা।


বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ঢাকা বিভাগের ৩৬৫ রানের জবাবে ২৩০ রান সংগ্রহ করে রংপুর বিভাগ। দলের বিপর্যয়ের মূহুর্তে শতক হাঁকিয়ে এমন রান তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নাসির। ১৩৫ রানের লিড নিয়ে ঢাকা বিভাগ যখন লিড আরও বড় করতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন তখনই বল হাতে স্পিন ঘূর্ণিতে কাবু করেন নাসির।


তার স্পিন ভেলকিতে দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৮ রানে অলআউট হয় ঢাকা বিভাগ। যেখানে ৯.৫ ওভার বল করে মাত্র ২১ রান খরচায় ৪ উইকেট নেন নাসির। আর তার বলে প্যাভিলিয়নে ফিরতে হয় শুভাগত হোম, নাদিফ চৌধুরী, সুমন ইসলাম ও সালাউদ্দিন শাকিলকে। - স্পোর্টসজোন২৪