শেষ ওয়ানডে খেলতে ওয়েলিংটনে পৌঁছেছে বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া March 24, 2021 646
শেষ ওয়ানডে খেলতে ওয়েলিংটনে পৌঁছেছে বাংলাদেশ

সিরিজের প্রথম ম্যাচে জঘন্য ক্রিকেট খেললেও ২য় ম্যাচে দুর্দান্ত কামব্যাক করেছিল বাংলাদেশ। কিন্তু ফিল্ডিং ব্যর্থতায় হারের বৃত্ত থেকে বের হয়ে আসতে পারেনি বাংলাদেশ। পিছনের দুঃস্মৃতি পিছনে ফেলে সিরিজের ৩য় এবং শেষ ওয়ানডে ম্যাচ খেলতে ক্রাইস্টচার্চ থেকে ওয়েলিংটনে পৌঁছেছে তামিম ইকবালের দল।


খাতা কলমে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। হিসেবে তাদের কাছে ততটা গুরুত্বপূর্ণ না হলেও অন্তত একটি জয় ভিষণ গুরত্বপূর্ণ বাংলাদেশের কাছে। সিরিজের ৩য় ম্যাচে জিততে তাই মরিয়া বাংলাদেশ।


একটি জয় আইসিসি ওয়ানডে সুপার লিগে বাংলাদেশকে দিবে ভালো অবস্থান, একটি জয় এড়াবে বাংলাদেশের হোয়াইট ওয়াশের লজ্জা, একটি জয় দিবে প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে তাদের হারানোর আনন্দ।


ক্রাইস্টচার্চ থেকে মঙ্গলবার স্থানীয় সময় ৫টার দিকে বিমানযোগে ১ ঘন্টার সফর শেষে ওয়েলিংটন পৌছেছে বাংলাদেশ। এখানেই ২৬ মার্চ স্বাগতিকদের বিপক্ষে শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ। এর পর ২৮ মার্চ থেকে শুরু হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। - ডেইলি স্পোর্টস বিডি