সম্প্রতি বিবাহ কান্ড নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে ছিলেন নাসির হোসেন। এনসিএলে খেলতে নামার আগে সংবাদমাধ্যমকে নাসির জানিয়েছিলেন, এবারের আসরে অন্তত ৮০০-১০০০ রান করতে চান তিনি। নাসিরের সেই প্রতিজ্ঞার পারফরম্যান্স দেখা গেল প্রথম ম্যাচেই। প্রথম ইনিংসেই নাসির হাঁকালেন দুর্দান্ত সেঞ্চুরি।
২২তম বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগে ঢাকা বিভাগের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল রংপুর বিভাগ। সেই ধ্বংসস্তুপের মধ্যে দাঁড়িয়ে ব্যাট হাতে একাই লড়ে গেলেন নাসির। ঢাকার বিভাগের প্রথম ইনিংসে করা ৩৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। ৪১ রানের মধ্যে ৫ উইকেট হারায় রংপুর।
শেষ খবর পাওয়া পর্যন্ত ২৩১ বলে ১১ চার ও ১ ছক্কায় ১০২ রানের অপরাজিত আছেন নাসির। রংপুরের সংগ্রহ ৮ উইকেটে ২১৫ রান। - স্পোর্টসজোন২৪