তামিমকে না দেয়া আউটকে ঘিরে কাঠগড়ায় ‘সফট সিগনাল’

ক্রিকেট দুনিয়া March 24, 2021 1,162
তামিমকে না দেয়া আউটকে ঘিরে কাঠগড়ায় ‘সফট সিগনাল’

আন্তর্জাতিক ক্রিকেটের আম্পায়ারদের বেশ কিছু নিয়ম নীতি নিয়ে বিগত কয়েকদিন ধরেই আলোচনা সমালোচনা চলেই আসছে। বিশেষ অন ফিল্ড আম্পায়ারের সফট সিগনাল আর ডিসিশন রিভিউ সিস্টেমের আম্পায়ার্স কল। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি তো কদিন আগে কঠোর সমালোচনা করেছিলেন এসব সিদ্ধান্ত নিয়ে।


ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে সূর্য কুমার যাদব ও ওয়াশিংটন সুন্দরকে সফট সিগন্যালের মারপ্যাঁচে আউট দেওয়ার পর শুরু হয় সফট সিগনাল নিয়ে নানান আলোচনা। আর বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ২য় ম্যাচে তামিম ইকবালের তোলা ক্যাচ জেমিসন লুফে নেয়ার পর কিছুটা সংশয় থাকা সত্ত্বেও আউট না দেয়ায় সেই আলোচনায় ঘি ঢেলেছেন থার্ড আম্পায়ার।


কেউ কেউ মনে করেন জেমিসনের ধরা ক্যাচ পরিষ্কার ছিল। যদিও পরক্ষনেই দেখা যায় জেমিসন তাঁর ব্যালেন্স নিয়ন্ত্রণের সময় বল মাটি স্পর্শ করেছে। স্কট স্টাইরিস, সাইমন ডুলদের দাবি, তামিম আউট ছিলেন।


আবার ব্র্যাড হগের মতো কেউ কেউ মন্তব্য করেছেন যে, নিয়ম অনুয়ায়ী আম্পায়ার নট-আউট দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যদিও প্রশ্ন উঠতে শুরু করেছে সূর্য কুমারকে দেয়া আউটকের ঘিরে। ক’দিন আগে ঠিক এভাবেই আউট হয়েছিলেন সূর্যকুমারও। তাহলে তামিম কেন আউট নন?


স্টাইরিস বলেছেন যে, যদি আম্পায়াররা এগুলিকে নট-আউট ঘোষণা করেন, তবে সবার বেলাতেই এই ধারাবাহিকতা বজায় রাখা উচিত। - ডেইলি স্পোর্টস বিডি