সিরিজ বাঁচাতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ২৭২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। আর জিততে হলে কিউইদের করতে হবে ইতিহাস। কারণ এই মাঠে সর্বোচ্চ ২৬১ রান চেজ করার রেকর্ড রয়েছে।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তারা দ্বিতীয় ওভারেই লিটন দাসের উইকেট হারায়। ম্যাট হ্যানরির বলে পুল করতে গিয়ে উইল ইয়ংয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরেন শূন্য রানে। এরপর দলের হাল ধরেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।
৮১ রানের এক জুটি গড়ে ফিরেন সৌম্য সরকার। স্যান্টনারের বলে স্ট্যাম্পিং হয়ে ফেরার আগে করেন ১ ছক্কা ও ৩ চারে ৪৬ বলে ৩২ রান। এরপর দলের বিপর্যয়ের মূহুর্তে দলকে আগলে রেখে দারুণ অর্ধশতক হাঁকান অধিনায়ক তামিম। ৮৪ বলে ক্যারিয়ারের ২৮তম ফিফটি হাঁকান এই ওপেনার।
এরপর ব্যক্তিগত ৭৮ রানে রান আউট হয়েছেন তামিম। এর ফলে ১১ চারে সাজানো এই ইনিংসের সমাপ্তি হয় ঝুঁকি নিয়ে রান নিতে গিয়ে। সেই সাথে ৩৪ রান করে ফিরেন মুশফিক। তবে ঝড়ো ব্যাটিং করে মাত্র ৪৩ বলে ছক্কা হাঁকিয়ে অর্ধশতক পূর্ণ করেন মিঠুন।
এরপর ১৬ রান করে মাহমুদউল্লাহ ফিরে গেলেও ঝড়ো ব্যাটিং করতে থাকেন মিঠুন। শেষ পর্যন্ত তার ক্যারিয়ার সেরা অপরাজিত ৭৩ রানের ইনিংসে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। ২ ছক্কা ও ৬ চারে মাত্র ৫৭ বলের মোকাবিলায় এমন ইনিংস খেলেন তিনি। এছাড়া সাইফুদ্দিন ছিলেন ৭ রানে অপরাজিত।
সূত্রঃ স্পোর্টসজোন২৪