জেনে নিন কবে কলকাতা শিবিরে যোগ দিচ্ছেন সাকিব

ক্রিকেট দুনিয়া March 22, 2021 764
জেনে নিন কবে কলকাতা শিবিরে যোগ দিচ্ছেন সাকিব

আগামী ৯ এপ্রিল থেকে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম আসরের, এবারের টুর্নামেন্টে বাংলাদেশ থেকে দল পেয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। জাতীয় দলের সিরিজ খেলতে এখন নিউজিল্যান্ডে আছেন মুস্তাফিজ, তবে টুর্নামেন্ট শুরুর আগেই দলের সাথে যোগ দিবেন সাকিব।


সাকিব ইস্যুতে উত্তাল বাংলাদেশের ক্রিকেট, সম্প্রতি তার লাইভে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে কালো মেঘে ঢেকে গেছে বাংলার ক্রিকেটের আকাশ। আইপিএলে খেলার জন্য আগেই বিসিবির কাছ থেকে ছুটি নিয়ে রেখেছিলেন সাকিব, কিন্তু তার লাইভে দেওয়া মন্তব্যকে কেন্দ্র করে ছুটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।


সদ্য মা হওয়া স্ত্রীর পাশে থাকতে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব, আইপিএল খেলতে সেখান থেকেই ভারতের বিমান ধরার কথা ছিল তার। কিন্তু হঠাৎ করেই আজ রাতে দেশে ফিরছেন সাকিব, যেটা নিয়ে তৈরি হয়েছে অনেক ধরনের জল্পনার, তবে এখন পর্যন্ত আইপিএলে খেলা নিয়ে সেভাবে কোন শঙ্কা নেই।


যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেও পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী ২৫ মার্চই আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে যোগ দিবেন, তবে সেখানে গিয়েই অনুশীলন করা হবে না তার। ১ সপ্তাহের কোয়ারেন্টাইন পালন করতে হবে তাকে, ভারতে যাওয়ার আগে দেশেই অনুশীলন করার বিষয়টি জানা গেছে।


সাকিব ২৫ মার্চ দলের সাথে যোগ দিলেও গতকাল থেকেই আনুষ্ঠিক ভাবে আইপিএলের কার্যক্রম শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স, দীনেশ কার্তিক-কমলেশ নাগারকোটিসহ বেশ কয়েকজন ক্রিকেটার তাদের কোয়ারেন্টাইন পর্ব শুরু করে দিয়েছে।


দলের সাথে যোগ দিতে ভারতের পথে আছেন আন্দ্রে রাসেলও। ১১ এপ্রিল সাবেক দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আইপিএল মিশন শুরু করবেন সাকিব। - ডেইলি স্পোর্টস বিডি