লঙ্কা সফরের টেস্ট দলে থাকতে চাইছেন না সাকিব। সাকিবের ভাষ্যমতে এই সময়টাতে তিনি আইপিএল খেলতে চান বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। যখন মিডিয়ায় খবর বের হলো টেস্টই খেলতে চান না সাকিব… তখন একটি লাইভে এসে সাকিব জানিয়েছেন পড়াই হয়নি তার লেখা চিঠি।
যা নিয়ে পরে ঘটে গেছে অনেক কিছুই। আসলে কি লিখেছিলেন সাকিব সেই চিঠিতে? প্রকাশ করেছেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র। চলুন দেখে নেয়া যাক তার বাংলা অনুবাদঃ
বরাবর
প্রধান নির্বাহী
বাংলাদেশ ক্রিকেট বোর্ড
মিরপুর, ঢাকা।
বিষয়: আইপিএল ২০২১-এ খেলার অনুমতি চেয়ে আবেদন।
জনাব,
আমি, সাকিব আল হাসান যথাযথ বিনয়ের সঙ্গে এই কথাটি জানাতে চাই যে, আমরা ২০২১ সালের অক্টোবর মাসে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছি। এটি আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। আমি বিশ্বাস করি, আসন্ন আইপিএলে অংশ নেওয়া আমাকে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের প্রস্তুতির সেরা সুযোগ দেবে। আমি অবহিত আছি যে, আইপিএল যখন হবে, বিসিবি একই সময়ে শ্রীলঙ্কায় একটি সফর আয়োজন করার পরিকল্পনা করছে।
সবকিছু বিবেচনায় নিয়ে আমাকে আসন্ন আইপিএলে অংশ নেওয়ার অনুমতি দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি।
ধন্যবাদান্তে,
সাকিব আল হাসান
ক্রিকেটার
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি