আইপিএলে খেলার অনুমতি হারাচ্ছেন সাকিব!

ক্রিকেট দুনিয়া March 22, 2021 904
আইপিএলে খেলার অনুমতি হারাচ্ছেন সাকিব!

সাকিব আল হাসানকে ঘিরে বিতর্কের শেষ কোথায়? ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের কর্মকাণ্ডের দিকে আঙুল তুলে কথা বলায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান।


টেস্ট না খেলে আইপিএল খেলতে যাওয়ায় সিদ্ধান্তে সাকিবকে সমর্থন দিয়েছিল বিসিবি। কিন্তু খবর এসেছিল টেস্ট আগ্রহ নেই সাকিবের। যেটা সরাসরি না করে দেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। জানিয়েছেন তিনি কখনোই এমন কথা বলেননি। টেস্ট খেলতে চান তিনি।


সাকিব যেহেতু টেস্ট খেলতে চান সেহেতু সাকিবের আইপিএল এনওসি নিয়ে পুনরায় ভাববে বিসিবি। আজ সংবাদ সম্মেলনে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, “আজকে আমাদের মূলত মিটিং ছিল টিম নিউজিল্যান্ডের বিষয়ে। এসব ব্যাপার নিয়েও আলোচনা হয়েছে।


এটাও চিন্তা করেছি যাতে আমাদের এটা কোনো এফেক্ট না ফেলে টিমের ওপর। অনেক কথার মধ্যে একটা ছিল আমি নাকি চিঠি পড়িনি। বোর্ডের সঙ্গে কথা বলে আইপিএলের এনওসির ব্যাপারে সিদ্ধান্ত নেবো। ও যদি টেস্ট খেলতে চায় তাহলে খেলবে। আমরা ওর এনওসির ব্যাপারে চিন্তা করব।”


সাকিব বুঝাতে চেয়েছেন তিনি টেস্ট খেলতে চান, তবে তার মানে কিন্তু এই না আইপিএল বাদ দিয়েই টেস্ট খেলবেন। টেস্টের ভবিষ্যৎ নিয়ে সাকিব বলেছেন তিনি টেস্ট খেলতে চান। তবে বিসিবি থেকে যে ভাষ্য দেয়া হয়েছিল সেই অনুসারে এটিই বুঝায় যে সাকিবের টেস্ট ক্রিকেটে আগ্রহই নেই। যেটা অস্বীকার করেছেন সাকিব। এই মর্মে বিসিবিকে সাকিব চিঠি দিয়েছিলেন যে শুধু লঙ্কা সিরিজের জন্যই ছুটি চাচ্ছেন তিনি। বাকি টেস্ট সিরিজে খেলতে সমস্যা নেই তার।


সাকিবের ব্যাখ্যার ভুল বুঝে চিঠি না পড়ার ইস্যুতে আকরাম খান আরো বলেন, “যেহেতু বলেছে যে ও চিঠি দিয়েছে আমি চিঠিটা পড়িনি। তো ঠিক আছে, যেহেতু চিঠিটার ভুল বুঝেছি আমি, আর ও যেহেতু টেস্ট খেলতে চাচ্ছে, সেহেতু বোর্ডের সবার সাথে আলাপ-আলোচনা করে কাল, পরশু মধ্যে ওর এনওসির ব্যাপারে আবার আলোচনা করব। ও শ্রীলঙ্কা যাবে টেস্ট খেলবে।”


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি