বাংলাদেশ ক্রিকেটে বিসিবি কর্মকর্তাদের অবদান নিয়ে সাকিব আল হাসানের মন্তব্যে টালমাটাল বাংলার ক্রিকেট। সাকিবের জালানো চিতায় এবার ঘি ঢেলেছেন বাংলার সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আঙুল তুলেছেন তাকে নিয়ে পিছনে পিছনে কথা বলা মানুষদের দিকে।
একটি লাইভ অনুষ্ঠানে সাকিবের করা মন্তব্যে নড়েচড়ে বসেছে বিসিবি। সাকিব প্রশ্ন তুলেছেন এদেশের ক্রিকেটে বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের রাখা অবদান নিয়ে। প্রশ্নবিদ্ধ করেছেন ক্রিকেট কাঠামোকেই। এবার সাকিবের দেখানো পথে মাশরাফিও গাইছেন একই সুর।
৭১ চ্যানেলকে মাশরাফি যেন উগরে দিলেন তার জমে থাকা ক্ষোভ। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ দলে নেই মাশরাফি। টেস্ট খেলেননা অনেকদিন আগে থেকেই। অবসর নিয়েছেন টি-টোয়েন্টি থেকে। খেলেন শুধু একদিনের ক্রিকেটে। তাতেও ব্রাত্য এই সাবেক অধিনায়ক।
আগে থেকেই শোনা গিয়েছিল মাশরাফির জায়গা হবেনা ঘরের মাঠের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। হয়েছেও সেটাই। ফিটনেস ইস্যু দেখিয়ে বাদ দেয়া হয়েছে মাশরাফিকে। ব্যাপারটা যে ম্যাশের পছন্দ হয়নি সেটিই বুঝা গেল আজ।
ক্ষোভ উগরেছেন তাকে নিয়ে কথা বলা লোকদের নিয়ে। ফিটনেস ইস্যু নিয়ে বাদ দেয়া মাশরাফিকে ফিটনেস নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ডাটা গুলো একটু বের করে দেখেন, আমার একটা ফিটনেস টেস্টও ফেল আছে কিনা? আমি তো এইগুলো ক্যামেরার সামনে এসে কখনো বলিইনাই। ভাই! যে মানুষগুলা কথা বলতেছে ওদের অবদান কি? তাদের অবদান গুলা যদি আমি তুলে ধরি তাহলে তো খারাপ হয়ে যাবে।”
সাকিবের দেয়া ধাক্কাই সামলে উঠতে পারছেন বিসিবি, এদিকে মাশরাফির ছোড়া বোমা আটকানোর ক্ষমতা কি আছে বিসিবির?
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি