বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে বেফাঁস মন্তব্য করায় নতুন করে বিতর্কে সাকিব আল হাসান। তারকা এই অলরাউন্ডারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়া হবে বোর্ড সভার পর।
সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত বোর্ড সভায় দুর্জয়
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান নাঈমুর রহমান দুর্জয়। রবিবার (২১ মার্চ) বিকাল থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে শ্বাসরুদ্ধকর মিটিং চলে বোর্ড পরিচালকদের। প্রভাবশালী বোর্ড পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্জয়ও।
মিটিং শেষে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে তিনি জানান, কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে সেই সিদ্ধান্ত আসবে বোর্ড সভা থেকে। - বিডিক্রিকটাইম