তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তান। এই সিরিজে ৬টি উইকেট নিয়েছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রশিদের উইকেট এখন ৯৫টি।
এই সিরিজে তিনি ছাড়িয়ে গেছেন বাংলাদেশের সাকিব আল হাসান (৯২) ও নিউজিল্যান্ডের টিম সাউদিকে (৯৩)। ৯৫ উইকেট নিতে রশিদ খেলেছেন মাত্র ৫১ ম্যাচ।
প্রথম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে ১০০ উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা। ৯৮ উইকেট নিয়ে তালিকার ২ নম্বরে আছেন সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি।
রশিদের সামনে কেবল লাসিথ মালিঙ্গা (১০৭) ও শহিদ আফ্রিদি (৯৮)। এই দুইজনকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি হতে বেশি দিন লাগবে না রশিদের।
সূত্রঃ কালের কন্ঠ অনলাইন