আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন সাকিব আল হাসান, যদিও ইঞ্জুরির কারণে সিরিজটি শেষ করা হয়নি তার। এরপর সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে ছুটি নেন সাকিব।
এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, তবে বিপত্তি বাধে শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের টেস্ট সিরিজ থেকে ছুটি নেওয়াকে কেন্দ্র করে। কারণ টেস্ট সিরিজ না খেললেও একই সময়ে জাতীয় দলের খেলা বাদ দিয়ে আইপিএলে অংশ নিবেন সাকিব। যেটা নিয়ে তৈরি হয় ব্যাপক সমালোচনার, একটু দেরিতে হলেও টেস্ট সিরিজে না খেলা নিয়ে নিজের অবস্থান পরিস্কার করেছেন তিনি।
ক্রিকফ্রেঞ্জির এক লাইভে সাকিব আল হাসান বলেন, “দেখুন আসলে আমরা যদি শ্রীলঙ্কার সঙ্গে সময় মতো খেলতাম তাহলে এই পরিস্থিতি আসত না। আগেই সিরিজ হয়ে যেত। করোনার কারণে তা হয়নি।”
এরপর কারণ উল্লেখ করে সাকিব বলেন, “এখন টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে, আমরা তলানিতে আছি। দুইটা ম্যাচ খেললে যদি জিতিও আমরা ফাইনাল খেলব তা না। আর ৬-৭টা ম্যাচ আমাকে ছাড়াই খেলেছে। এগুলা খেলোয়াড় তৈরির সুযোগ। তরুণরা সুযোগ পাবে। এছাড়া বছরের শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে যেটা অনেক বড় ইভেন্ট।”
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির বিষয়টি উল্লেখ করেই ছুটি চেয়েছিলেন বলে জানিয়েছেন সাকিব, “বড় ভাবে দেখলে আইপিএল খেলে নিজেকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে।
এই কারণেই এই সিদ্ধান্ত নেয়া। আমি যখন বিসিবিকে চিঠি দিয়েছি তখন তারা চিঠিটা পরেনি। আমার চিঠিতে লেখা ছিল না যে আমি এই সময় টেস্ট খেলব না। আমি টেস্ট খেলব না এটা চিঠিতে উল্লেখ করা নেই।”
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি