এবার ক্যাচ মিসের লজ্জার রেকর্ড গড়লেন কোহলি

ক্রিকেট দুনিয়া March 17, 2021 786
এবার ক্যাচ মিসের লজ্জার রেকর্ড গড়লেন কোহলি

একজন ব্যাটসম্যান হিসেবে ব্যাট হাতে যত প্রকার রেকর্ড গড়া যায় তার প্রায় সবগুলোই নিজের নাম লিখে ফেলেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ক্রিকেটের প্রতিটি ফরম্যাটেই কথা বলেছে তার ব্যাট। অথচ এক লজ্জার রেকর্ডের পাশেও লিখে ফেলেছেন তার নাম।


ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে সবসময় কোহলিকে চনমনে দেখা যায়। দুর্দান্ত থ্রো কিংবা রান সেভের দিক থেকে থেকে কোহলির নামটা থাকবে উপরেই। কিন্তু সেই কোহলিই আবার ক্যাচ মিসের তালিকাতেও নাম লিখিয়েছেন সবার উপরে।


২০১৯ সাল থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে যত ক্রিকেটার খেলেছেন(টেস্ট খেলুড়ে দেশের মধ্যে) তাদের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ মিস করেছেন বিরাট কোহলি। কোহলির ক্যাচ মিসের সংখ্যা ৮ টি।


এর আগে ২০১৭ সালে এক বছরে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ মিসের লজ্জার রেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি। ২০২০ আইপিএলে ১৩ ক্যাচ ছেড়ে সবচেয়ে বেশি ক্যাচ মিসেরও লজ্জার রেকর্ড গড়েন ব্যাঙ্গালুরু অধিনায়ক।


সূত্রঃ স্পোর্টসজোন২৪