ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তায় যা বললেন সাকিব

খেলাধুলার বিবিধ March 16, 2021 713
ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তায় যা বললেন সাকিব

দুই কন্যার পর পুত্র সন্তানের বাবা হয়েছেন টাইগার বিশ্বসেরা সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের সময় সোমবার সকালে তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোলজুড়ে আসে তৃতীয় সন্তান। নিজের তৃতীয় সন্তান খবর গণমাধ্যমের ছড়াছড়ির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দেন সাকিব।


সেই বার্তায় তিনি লিখেন, “আনন্দের সাথে আপনাদের সবাইকে জানাচ্ছি যে, মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের কোলজুড়ে এসেছে ফুটফুটে একটি পুত্র সন্তান।


১৫ই মার্চ, সোমবার আলায়না ও এরাম দেখা পেয়েছে তাদের ছোট ভাইয়ের। শিশির ও নবজাতক দুজনই সুস্থ আছে। সকল শুভকামনা ও প্রার্থনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য সবাই দু’আ করবেন।”


সূত্রঃ সময় টিভি অনলাইন