তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে তামিম একাদশকে উড়িয়ে দিল নাজমুল একাদশ। তামিম একাদশের ব্যাটসম্যানরা খুব একটা সফলতা না পেলেও লিটন, মুশফিক, মিরাজের ফিফটিতে তামিম একাদশকে ৯ উইকেটে হারিয়েছে নাজমুলরা।
কুইন্সল্যান্ডে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৩৩ রান সংগ্রহ করে তামিম একাদশ। জবাবে ৪৬.৫ ওভারেই ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় নাজমুল একাদশ।
রান তাড়ায় নাজমুল একাদশের হয়ে ফিফটি করেছেন লিটন, মুশফিক ও মিরাজ। ওপেনিংয়ে নেমে ১২ রানে আউট হয়েছেন নাইম শেখ। ৫৯ রান করে অপরাজিত থেকে রিটায়ার্ড করেন লিটন৷ মুশফিকুর রহিম ৫৪ রানের ইনিংস খেলে রিটায়ার্ড করেন। মিরাজ ৫০ রানে অপরাজিত থেকে রিটায়ার্ড করেন। সাইফুদ্দিন অপরাজিত থাকেন ১৬ রানে।
তামিম একাদশের হয়ে একমাত্র উইকেট টি পেয়েছেন মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের পাঁচ ক্রিকেটার নিয়ে গড়া দুই দলের একাদশ নিয়ে মাঠে নামলে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২৩৩ রান তুলে তামিম একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করে অপরাজিত থাকেন তিনি মোহাম্মদ মিঠুন।
এছাড়া নিউজিল্যান্ডের বেঞ্জি কুলহানি ৪৬ রান করে অপরাজিত থাকেন। মাহমুদউল্লাহ রিয়াদ করেন ৩৫ রান, শেখ মেহেদী হাসানের ৩৮ রান ও ওপেন করতে নামা ২৮ রান করেন সৌম্য সরকার। শান্ত একাদশের পক্ষে ৫ উইকেটের ৪ টিই নেন রুবেল হোসেন, বাকি উইকেটটি নেন মোহাম্মদ সাইফউদ্দিন।
• সংক্ষিপ্ত স্কোর
তামিম একাদশ: ২৩৩/৫ (৫০)
নাইম ১২, সৌম্য ২৮, মাহমুদউল্লাহ ৩৫, মেহেদী ৩৮, কুলহানে ৪৬*, মিঠুন ৬৬*; রুবেল ৪২/৪, সাইফউদ্দিন ৪০/১।
নাজমুল শান্ত একাদশ: ২৩৫/১
লিটন ৫৯ (রিটায়ার্ড), মিরাজ ৫০ (রিটায়ার্ড), মুশফিক ৫৪*
মুস্তাফিজ ১/২১।
ফলঃ নাজমুল শান্ত একাদশ ৯ উইকেটে জয়ী।
সূত্রঃ স্পোর্টসজোন২৪