আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গের তালিকায় দ্বিতীয় বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া March 16, 2021 975
আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গের তালিকায় দ্বিতীয় বাংলাদেশ

আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গ করলে পেতে হয় শাস্তি। আইসিসির নিয়মের মধ্যে নেই, এমন কোনো ‘অকাজ’ করা মানেই কোড অব কন্ডাক্ট ভঙ্গ করা। উইজডেনের করা সেই তালিকায় বাংলাদেশ আছে দুই নম্বরে।


২০১৮ সালের এপ্রিল থেকে কোন দল বা দলের খেলোয়াড় কতবার কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছে, তার ভিত্তিতে একটি তালিকা প্রকাশ করেছে উইজডেন। তাতে শীর্ষে আছে ইংল্যান্ড।


মূলত কেপটাউনের কুখ্যাত বল টেম্পারিং কাণ্ডের পর অস্ট্রেলিয়া দল আচরণগত দিক থেকে কতটা ‘ভদ্র’ হয়েছে তা প্রকাশ করতেই প্রচার করা হয়েছে তালিকাটি। তাতে সুখকর অবস্থানে নেই বাংলাদেশ।


বিগত ৩৫ মাসে সবচেয়ে বেশিবার কোড অব কন্ডাক্ট ভঙ্গের কারণে শাস্তি পেতে হয়েছে ইংল্যান্ডকে- ১২ বার। বাংলাদেশের এমন অভিজ্ঞতা ৯ বার। অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও আয়ারল্যান্ড এই ঘটনা ঘটিয়েছে ২ বার করে। সবচেয়ে কম নজির জিম্বাবুয়ের- ১ বার।


এছাড়া নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ৩ বার, শ্রীলঙ্কা ৪ বার এবং ভারত ৫ বার কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছে। কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগে সবচেয়ে বেশি শাস্তি পাওয়ার নজির অবশ্য ওয়েস্ট ইন্ডিজের। একনজরে দেখে নেওয়া যাক সেই তালিকা।


সূত্রঃ বিডিক্রিকটাইম