টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলেছে বাংলাদেশ লিজেন্ডস। যেখানে দুই ম্যাচ ছাড়া তিন ম্যাচে ওপেনিংয়ে ৫০+ জুটি এনে দিয়েছিলেন নাজিমুদ্দিন। অপরপ্রান্তে ওপেনারের পরিবর্তন হলেও প্রতি ম্যাচেই দারুণ খেলেছেন তিনি।
অসাধারণ পারফর্ম করে টুর্নামেন্টে গ্রুপ পর্ব শেষে সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকাতেও জায়গা করে নিয়েছেন নাজিমুদ্দিন। সেরা চারে বাংলাদেশ লিজেন্ডস না গেলেও তার নামটা থাকবে সেরাদের সাথেই৷
লিগ পর্বের খেলা শেষে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহকের তালিকায় নাজিমুদ্দিনের অবস্থান চারে। সেরা দশেও নেই আর কোন বাংলাদেশী। নাজিমুদ্দিন ৫ ম্যাচে ১ ফিফটিতে ৩৬ গড়ে রান করেছেন ১৮০। স্ট্রাইক রেট ১২৪.১৩। এ রানের বেশিরভাগ এসেছে বাউন্ডারি থেকে।
এ রান করতে ২৪ টি বাউন্ডারি ও ৬ টি ছক্কা হাঁকিয়েছেন নাজিমুদ্দিন। সর্বোচ্চ বাউন্ডারির দিক থেকে তার অবস্থানটা তৃতীয়। আর ছক্কায় উপরেই থাকবেন বলা যায়। তার চাইতে বেশি ৮ ছক্কা হাঁকিয়েছেন ইরফান পাঠান।
• রোড সেফটি সিরিজের সেরা পাঁচ রান সংগ্রাহক(গ্রুপ পর্ব শেষে):
তিলকারত্মে দিলশান(শ্রীলঙ্কা) – ২৩২ রান।
অ্যান্ড্রু পুটিক (দক্ষিণ আফ্রিকা) – ১৮৫ রান।
উপুল থারাঙ্গা (শ্রীলঙ্কা) – ১৮৫ রান
মোহাম্মদ নাজিমুদ্দিন (বাংলাদেশ) – ১৮০ রান।
ভ্যান উইক (দক্ষিণ আফ্রিকা) – ১৭৫ রান।
সূত্রঃ স্পোর্টসজোন২৪