যে কারণে প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে নেই মোসাদ্দেক

ক্রিকেট দুনিয়া March 15, 2021 781
যে কারণে প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে নেই মোসাদ্দেক

ওয়ানডে সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে তামিম একাদশ ও নাজমুল একাদশ। যার দল ঘোষণা হয়েছে আজ। কিন্তু সেই দলে দেখা গেল পাঁচ কিউই ক্রিকেটারকে অথচ নেই স্কোয়াডে থাকা অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।


তখনই প্রশ্ন জেগে উঠল মোসাদ্দেককে নিয়ে, ঠিক কি কারণে দলে নেই? ভুলবশত নাম বাদ পড়েছে না কি ইনজুরি! এই দুটোর মধ্যে দ্বিতীয়টিই সঠিক হলো। দল ঘোষণার কিছুক্ষণ বাদে বিসিবি জানালো হাঁটুর ইনজুরিতে পড়েছেন এই অলরাউন্ডার। আর তাই প্রস্তুতি ম্যাচে তাকে পাওয়া হচ্ছেনা।


এক বার্তায় বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, ‘মোসাদ্দেক হোসেন সৈকত কুইন্সটাউনে প্রথম দিন ফিল্ডিং অনুশীলের সময় হাঁটুর চোটে পড়েছেন। এর ফলে প্রস্তুতি ম্যাচে তাঁর খেলা হচ্ছে না।’


উল্লেখ্য, আগামীকাল বাংলাদেশ সময় ভোর চারটায় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে তামিম একাদশ ও নাজমুল একাদশ।


সূত্রঃ স্পোর্টসজোন২৪