কয়েকদিন আগে ফেইসবুকে লাইভে এসে কান্না জড়িত কন্ঠে ভাইকে বাঁচাতে সবার সাহায্য চান ক্রিকেটার শরীফ। কিন্তু কেউ শুনলোনা শরীফের কান্না। লিভার না পাওয়ায় মারা গেছেন তার ভাই।
সোমবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান শরীফের বড় ভাই। দুরারোগ্য ব্যাধি লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি।
জানা যায়, ক্রিকেটার শরীফের বড় ভাই জিয়াউর রহমান দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি লিভার সিরোসিসে ভুগছিলেন। সম্প্রতি অসুস্থ ভাইয়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্য চেয়েছিলেন শরীফ। জিয়াউর রহমানকে সুস্থ করার জন্য জরুরি ভিত্তিতে লিভার ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন ছিল। তবে ডোনার মিলছিল না।
এক ভিডিও বার্তায় কান্নাজড়িত কণ্ঠে শরীফ বলেন, ‘আমি ক্রিকেটার মোহাম্মদ শরীফ, আপনাদের কাছে একটি আকুল আবেদন নিয়ে এসেছি। আমার বড় ভাই অনেক দিন ধরেই লিভার সিরোসিস যন্ত্রণায় ভুগছেন। তার চিকিৎসার জন্য লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে। খুব দ্রুতই ট্রান্সপ্লান্ট করাতে হবে। না হলে আমরা তাকে জীবিত পাব না।’
মোহাম্মদ শরীফ বর্তমানে ‘রোড সেফটি ওয়ার্ল্ড টুর্নামেন্ট’-এ খেলতে ভারতে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি এই সাহায্য প্রার্থনা করে একটি ভিডিও পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪