টাইগারদের প্রস্তুতি ম্যাচের একাদশ ঘোষণা

ক্রিকেট দুনিয়া March 15, 2021 977
টাইগারদের প্রস্তুতি ম্যাচের একাদশ ঘোষণা

৩ ওয়ানডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত মাসের শেষ সপ্তাহে নিউজিল্যান্ডে পৌছায় বাংলাদেশ দল, সেখানে কঠোর কোয়ারেন্টাইন শেষে অনুশীলনেও ফিরেছে টাইগাররা। এবার মুল সিরিজে মাঠে নামার আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে তামিম-শান্তরা।


আগামী মঙ্গলবার হতে যাওয়া সেই প্রস্তুতি ম্যাচের জন্য স্কোয়াডে থাকা বাংলাদেশ দলকে দুইটা দল ভাগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ম্যাচটিতে টাইগাররা ছাড়াও অংশ নিবে নিউজিল্যান্ডের ৫ ক্রিকেটার। তামিম একাদশ ও নাজমুল একাদশ নামে মুখোমুখি হবে ক্রিকেটাররা, তামিম একাদশে আছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজরা।


তামিম একাদশের চেয়ে কিছুটা তারুণ্য নির্ভর নাজমুল একাদশ, তবে দলটিতে আছে দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তামিমের দলে নিউজিল্যান্ডের ২ ও নাজমুলের দলে ৩ জন নিউজিল্যান্ডের ক্রিকেটার খেলবেন, তবে তারা কারা সেটা এখনো নিশ্চিত করেনি বিসিবি।


প্রস্তুতি ম্যাচের একাদশঃ


তামিম একাদশঃ তামিম ইকবাল, নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মাহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ ও নিউজিল্যান্ডের ২ ক্রিকেটার।


নাজমুল একাদশঃ নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও নিউজিল্যান্ডের ৩ ক্রিকেটার।


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি