ডি ভিলিয়ার্সের বিশেষ পরামর্শে জ্বলে উঠলেন কোহলি

ক্রিকেট দুনিয়া March 15, 2021 578
ডি ভিলিয়ার্সের বিশেষ পরামর্শে জ্বলে উঠলেন কোহলি

ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে বিরাট কোহলি তিনবার আউট হয়েছেন শূন্য রানে। দুবার টেস্টের পর প্রথম টি-টোয়েন্টিতে ফেরেন রানের খাতা খোলার আগেই। সংক্ষিপ্ত সংস্করণের প্রথম ম্যাচে দলের হার, সঙ্গে ব্যাটে রান না পাওয়ায় কোহলিকে অনেকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।


ভারতের রান মেশিন কোহলির জন্যও বেশ অস্বস্তিকর সময়। সর্বশেষ ১০ ম্যাচে নেই ১টি সেঞ্চুরি, ৪টি হাফসেঞ্চুরি থাকলেও কোহলির সঙ্গে যা বেমানান। সবচেয়ে বড় কথা দলের প্রয়োজনে রাখতে পারছিলেন না অবদান।


অবশেষে জ্বলে উঠলেন, ফিরলেন সহজাত খেলায়, মাঠ ছাড়লেন ম্যাচ জিতিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে গতকাল ৭৩ রানের হার না মানা ইনিংস খেলে সিরিজে সমতা আনেন টিম ইন্ডিয়ার কাপ্তান। ম্যাচ শেষে কোহলি জানালেন একজনের বিশেষ পরামর্শে এমন ইনিংস খেলতে সহায়তা করেছে তাকে।


কে বিশেষ পরামর্শ দিয়েছেন কোহলিকে? তিনি বলেন, ‘এই খেলার আগে এ বি ডি ভিলিয়ার্সের সঙ্গে আমার বিশেষ কথা হয়েছে, সে আমাকে পরামর্শ দিয়েছে শুধু বলের দিকে দৃষ্টি রাখতে, আমি তাই করেছি।’


দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এ বি ডি ভিলিয়ার্সের সঙ্গে রয়েছে তার বিশেষ সখ্যতা। দুজনে একসঙ্গে খেলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরুতে।


মাঠের বাইরেও যে দুজনে দারুণ বন্ধু সামাজিক যোগাযোগের মাধ্যমের বদৌলতে বারবার প্রকাশ পেয়েছে। এবার দুঃসময়ে কোহলির পাশে দাঁড়িয়ে সেটা আরও জোরালো করেছেন।


সূত্রঃ রাইজিংবিডি