লিগ ওয়ানের ম্যাচে নান্টেসের মুখোমুখি হয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ২-১ এ হারতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। ম্যাচ চলাকালীন দলটির তারকা ফরোয়ার্ড অ্যাঞ্জেলো ডি মারিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
রোববার ম্যাচের প্রথম একাদশে ছিলেন ডি মারিয়া। মাঠে যখন খেলা চলছে ঠিক তখন আর্জেন্টাইন তারকার প্যারিসের বাসভবনে হামলা চালায় ডাকাতরা। এসময় দুই মেয়েসহ তার স্ত্রী সেখানে অবস্থান করছিলেন।
এই খবর শোনার পর কোচ মাউরিসিও পচেত্তিনো অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে তুলে নেন। ৬২ মিনিটে ডি মারিয়ার বদলে মাঠে প্রবেশ করেন লিয়ান্দ্রো পারদেস। মাঠ ছাড়ার সময় স্বদেশী ডি মারিয়ার সঙ্গে পচেত্তিনোকে ড্রেসিং রুমের দিকে যেতে দেখা যায়।
ঘরের মাঠ পার্ক দো প্রিন্সেস থেকে দ্রুত নিউলি সুর সেইন এলাকায় থাকা বাসভবনে ছুটে যান ডি মারিয়া। ডাকাতরা বাড়ি থেকে কি কি নিয়ে গেছে, সে ব্যাপারে বিস্তারিত কিছুই জানাননি ডি মারিয়া।
দেশটির গণমাধ্যম আরএমসি জানিয়েছে, একই দিন পিএসজির হয়ে খেলা ডি মারিয়ার সতীর্থ মার্কুইনহোসের বাসায় হামলা করে ডাকাতরা। – প্যারিসটাইমস/ আরটিভি