ভারত-পাকিস্তানকে টপকে বাংলাদেশের খুব কাছে উইন্ডিজ

ক্রিকেট দুনিয়া March 15, 2021 1,381
ভারত-পাকিস্তানকে টপকে বাংলাদেশের খুব কাছে উইন্ডিজ

২০২৩ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের জন্য ওয়ানডে সুপার সুপার লিগ চালু করার সিদ্ধান্ত আগেই নিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২০ সালের ৩০ জুলাই সাউদাম্পটনে বিশ্ব বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েছে আইসিসি সুপার লিগ।


এই প্রতিযোগিতায় নেদারল্যান্ড সহ অংশ নিবে ১৩ টি দল। হোম এবং আওয়ে ভিত্তিতে ৮ টি করে সিরিজ খেলবে প্রত্যেকটি দল। লিগের সেরা সাত দল সরাসরি ২০২৩ সালে ভারতে হতে যাওয়া বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাকি ৫ দল খেলবে আইসিসির অ্যাসোসিয়েট নেশন গুলোর বিপক্ষে। সেখান থেকে সুযোগ পাবে বাকি দলগুলো।


ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ক্লিন সুইঅ করে পূর্ণ ৩০ পয়েন্ট এবং ভালো রান রেট নিয়ে পয়েন্ট টেবিলের ২ নাম্বারে উঠে গেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ঘরের মাঠে ৩-০ তে সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজও পেয়েছে ৩০ পয়েন্ট। তবে বেশি ম্যাচ আর রান রেটে পিছিয়ে তাদের অবস্থান ৬ নাম্বারে।


ভারত পাকিস্তানের মত দল আছে বাংলাদেশের পিছনে। তালিকার সবার উপরে ৬ ম্যাচে ৪০ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নেয়া বিশ্ব চ্যাম্পিয়নরা আছে বাংলাদেশের পরেই। ওয়েস্ট ইন্ডিজের ঠিক উপরে আছে আফগানিস্তান। তাদের পয়েন্টও ৩০।


৩ ম্যাচে কোনও পয়েন্ট পায়নি শ্রীলঙ্কা। এখনো কোন ম্যাচ খেলার সুযোগ পায়নি নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস এবং দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে চলতি মাসে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আইসিসি সুপার লিগ শুরু করবে নিউজল্যান্ড।


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি