জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলো আফগানিস্তান

ক্রিকেট দুনিয়া March 14, 2021 822
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলো আফগানিস্তান

শন উইলিয়ামসের দৃঢ়চেতা ব্যাটিংয়েও ম্যাচ বাঁচাতে পারল না জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে ২ দিনে জেতা জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন আফগানিস্তানের কাছে হেরে গেছে ৬ উইকেটে। এতে সমতায় শেষ হয়েছে সিরিজ।


রশিদ ঝলকে ম্লান উইলিয়ামসের প্রতিরোধ

৮ রানের লিড নিয়ে পঞ্চম ও শেষ দিন ব্যাটিং শুরু করেন উইলিয়ামস ও ডোনাল্ড টিরিপানো। তাদের আটকাতে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে আফগান বোলারদের। ১৮৭ রানের পার্টনারশিপ ভাঙে টিরিপানো ২৫৮ বলে ৯৫ রান করে রশিদ খানের বলা বিদায় নিলে।


এরপর উইলিয়ামস একপ্রান্ত আগলে রাখলেও বাকি দুই উইকেটের পতন ঘটতে খুব বেশি সময় নেয়নি। দল ৩৬৫ রানে গুটিয়ে গেলেও ৩০৯ বলে ১৫১ রান করে অপরাজিত থাকেন জিম্বাবুয়ের অধিনায়ক। রশিদ ৭ উইকেট শিকার করেন, দুই ইনিংস মিলিয়ে বল করেছেন ৯৯.২ ওভার।


১০৮ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে আফগানরা অবশ্য ৪ উইকেট হারিয়ে ফেলে। রহমত শাহর ব্যাট থেকে আসে ৫৮ রান। ২৯ রান করেন ইবরাহিম জাদরান। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা হাসমতউল্লাহ শহীদী।


• সংক্ষিপ্ত স্কোর


আফগানিস্তান ১ম ইনিংস : ৫৪৫/৪ ইনিংস ঘোষণা (১৬০.৪ ওভার)

শহীদী ২০০*, আসগর ১৬৪, ইবরাহিম ৭২, জামাল ৫৫*

বার্ল ৬৯/১, রাজা ৭৯/১


জিম্বাবুয়ে ১ম ইনিংস : ২৮৭/১০ (৯১.৩ ওভার)

রাজা ৮৫, মাসভরে ৬৫

রশিদ ১৩৮/৪, হামজা ৭৩/৩


জিম্বাবুয়ে ২য় ইনিংস : ৩৬৫/১০ (১৪৮.৫ ওভার)

উইলিয়ামস ১৫১*, টিরিপানো ৯৫

রশিদ ১৩৭/৭, আহমাদি ৪০/১


আফগানিস্তান ২য় ইনিংস : ১০৮/৪ (২৬.১ ওভার)

রহমত ৫৮, ইবরাহিম ২৯

বার্ল ১৬/২, মুজারাবানি ২৫/২


ফল : আফগানিস্তান ৬ উইকেটে জয়ী।


সূত্রঃ বিডিক্রিকটাইম