আগামী আইপিএল ১০ দলের, মে মাস নতুন ২ দলের নিলাম

ক্রিকেট দুনিয়া March 14, 2021 923
আগামী আইপিএল ১০ দলের, মে মাস নতুন ২ দলের নিলাম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২২ আসরে নতুন করে দুটি দল বাড়ানো হচ্ছে। মোট ১০টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ওই আসর। এর জন্য আগামী মে মাসে অনুষ্ঠিত হবে নিলাম। নিলামের মাধ্যমে নিজেদের দল গুছিয়ে নেবে নতুন দলগুলো।


চলতি বছরের নিলাম ক’দিন আগেই অনুষ্ঠিত হলেও পরের আইপিএলের আগে নতুন ২ দল যাতে যথেষ্ট সময় পায়, সেই জন্যই এই বছরের মে মাসের মধ্যে সব কিছু স্থির করতে চাইছে বোর্ড। ১০ দলের আইপিএল আরও আকর্ষণীয় হবে বলেই মনে করছে বিসিসিআই।


নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, “২০২২ আইপিএল অনুষ্ঠিত হবে ১০ দল নিয়ে। আসন্ন আসরের শেষ দিকে অর্থাৎ, মে মাসের মধ্যে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজির নিলাম অনুষ্ঠিত হবে।”


এর আগেও আইপিএল অনুষ্ঠিত হয়েছিল দশ দল নিয়ে। ২০১১ সালের আসরে বাড়তি দুই দল ছিল কোচি টাস্কার্স কেরালা ও পুনে ওয়ারিয়র্স। এরপর ২০১২ ও ২০১৩ খেলে নয়টি দল। ২০১৪ সাল থেকে আসন্ন আসর পর্যন্ত আট দলই খেলেছে। - স্পোর্টসজোন২৪