শূন্য রানে আউট হওয়ায় কোহলিকে ভারতীয় পুলিশের খোঁচা!

ক্রিকেট দুনিয়া March 13, 2021 1,096
শূন্য রানে আউট হওয়ায় কোহলিকে ভারতীয় পুলিশের খোঁচা!

ব্যাট হাতে টি-টোয়েন্টি ক্রিকেটের সময়টা ভাল যাচ্ছে না ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। আন্তজার্তিক ক্রিকেটে ৪৭৫ ইনিংসের ক্যারিয়ারে প্রথমবারের মত শুন্য রানে আউট হয়েছেন পর পর দুই ম্যাচে। সব ফরম্যাট মিলিয়ে গত পাঁচ ইনিংসে এটি তার তৃতীয় ‘ডাক’।


গতকাল (শুক্রবার) ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে আদিল রশিদের বলে সহজ ক্যাচ তুলে দিয়ে আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। একদিকে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না কোহলির।


অন্যদিকে কোহলির শূন্য রানে আউট হওয়া নিয়ে মজা করেছে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যের প্রশাসন ‘উত্তরাখণ্ড পুলিশ’। কোহলির আউট হওয়াকে উদাহরণ হিসেবে নিয়ে দেশবাসিকে উপদেশ দিয়েছে উত্তরাখণ্ড পুলিশ। এক টুইট বার্তায় তারা লিখেছে,


“শুধু হেলমেট পরাই যথেষ্ট নয়! পূর্ণ সচেতনতার সাথে গাড়ি চালানো দরকার। অন্যথায় কোহলির মতো শূন্যে আউট হতে পারেন।”


কোহলির ব্যর্থতার দিনে হেরেছে তার দলও। সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে দাঁড়াতেই পারেনি ভারত। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দূর্দান্ত বোলিং নৈপুণ্যে কাঙ্ক্ষিত লক্ষ্যের অনেক আগেই স্বাগতিক ভারতকে বেঁধে ফেলে ব্যাটসম্যানদের কাজটা অনেকটাই সহজ করে দিয়েছিল ইংলিশ বোলাররা।


ব্যাটিং এসে সেই সহজ কাজটা স্বাচ্ছন্দ্যেই সেরেছেন ইংলিশ ব্যাটসম্যানরা। ভারতের দেয়া ১২৪ রানের লক্ষ্য ইংল্যান্ড পেরিয়েছে ২৭ বল এবং ৮ উইকেট হাতে রেখেই। একপেশে ম্যাচে সহজ জয় তুলে নিয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে মরগ্যানরা।


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি