দুই সিরিজের জন্য চমকে ভরা দল ঘোষণা করলো পাকিস্তান

ক্রিকেট দুনিয়া March 12, 2021 1,959
দুই সিরিজের জন্য চমকে ভরা দল ঘোষণা করলো পাকিস্তান

আসন্ন দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য তিন ফরম্যাটের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ৪ বছর দলে ফিরছেন ফিক্সিং কান্ডে নিষিদ্ধ থেকে মুক্তি পাওয়া শারজিল খান।


আগামী মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ওয়ানডে এবং চার টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। আর তাই দুই সিরিজের জন্যে একসাথে তিন ফরম্যাটের দল ঘোষণা করে পিসিবি।


২০১৭ পিএসএলে ফিক্সিংয়ের কারণে নিষিদ্ধ হোন শারজিল। ৪ বছরেরও বেশি সময় পর দলে ফিরেছেন তিনি। মূলত পাকিস্তানের ঘরোয়া লিগে ২৩৩ রান করে টি-টোয়েন্টি দলে জায়গা করে নেন শারজিল। এছাড়া প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার আরশাদ ইকবাল ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।


টি-টোয়েন্টি দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, শারজিল খান, মোহাম্মদ হাফিজ, হায়দার আলী, দানিশ আজিজ, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, হাসান আলী, আরশাদ ইকবাল এবং উসমান কাদির।


ওয়ানডে দলঃ বাবর আজম (অধিনায়ক), ইমাম-উল-হক, ফখর জামান, আবদুল্লাহ শফিক, হায়দার আলী, দানিশ আজিজ, শাকিল, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, হাসান আলী, উসমান কাদির, শাদাব খান।


টেস্ট স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), ইমরান বাট, আবিদ আলী, আব্দুল্লাহ শফিক, আজহার আলী, ফাওয়াদ আলম, সৌদ সাকিল, আঘা সালমান, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাহীন আফ্রিদি, তাবিস খান, হাসান আলী, শাহনেওয়াজ ধানি, নওমান আলী, জাহিদ মেহমুদ এবং সাজিদ খান।


সূত্রঃ স্পোর্টসজোন২৪