গুনাথিলাকার কাছে ক্ষমা চেয়েছেন পোলার্ড

ক্রিকেট দুনিয়া March 12, 2021 1,381
গুনাথিলাকার কাছে ক্ষমা চেয়েছেন পোলার্ড

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ঘটেছে এক নাটকীয় ঘটনা। ফিল্ডিংয়ে বাধা দেয়ার দায় দেখিয়ে লঙ্কান ব্যাটসম্যান ধানুষ্কা গুনুথিলাকাকে আউট দিয়েছিলেন আম্পায়াররা। যা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছেই। এরই মাঝে গুনাথিলাকার কাছে ক্ষমা চাওয়ার ঘটনা বেরিয়ে এলো।


ঘটনা সিরিজের প্রথম একদিনের ম্যাচের ২২তম ওভারের। কিরোন পোলার্ডের একটি বল ডিফেন্ড করেই রান নেয়ার উদ্দেশ্যে উইকেট ছেড়ে কয়েক গজ বাইরে চলে আসেন গুনাথিলাকা। উইকেটের উপর থাকা বল পা দিয়ে স্ট্যাম্পে মারতে চেয়েছিলেন অধিনায়ক পোলার্ড।


কিন্তু হঠাতই লেগে যায় গুনাথিলার পায়ে। সাথে সাথেই আম্পায়ারের কাছে আউটের আবেদন জানান পোলার্ড। থার্ড আম্পায়ারও এই ব্যাটসম্যানকে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট দিয়ে দেন।


মাইকেল ভন, রাসেল আর্নল্ড, টম মুডি, হরভজন সিং এমনকি ড্যারেন স্যামির মতো ক্যারিবিয়ান সাবেক অধিনায়কও মনে করেন না যে, গুনাথিলাকা ইচ্ছাকৃতভাবে ফিল্ডিংয়ে বাধা সৃষ্টি করেছিলেন। স্যামি তো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পোলার্ডের বদলে তিনি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক থাকলে কখনই আউটের আবেদন করতেন না।


ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডেও সোশ্যাল মিডিয়ায় পোলার্ড ও গুনাথিলাকার একটি ছবি পোস্ট করে জানানো হয়েছে যে, দুই তারকা ম্যাচের শেষে নিজেদের মধ্যে কথা বলে নিয়েছেন।


ম্যাচ শেষে গুনাথিলাকার কাছে ক্ষমা চেয়েছেন পোলার্ড। বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। নিউজ ওয়ারকে এই লঙ্কান তারকা বলেন, “ও (পোলার্ড) আমার কাছে ক্ষমা চেয়ে নেয়। ম্যাচের শেষে আমার কাছে এসে সে বলে যে, সেই সময় ঠিকভাবে দেখেনি। পরে ভিডিও দেখে বুঝতে পেরেছে, আমার দোষ ছিল না।”


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি